এ যেন অভিনয়শিল্পীদের মিলন মেলা
একদিনে অভিনয়শিল্পীদের দুটি নির্বাচন। এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। আর শিল্পকলা একাডেমিতে টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের। দুই নির্বাচনের মধ্যে পার্থক্য হলো-বড় পর্দার শিল্পীদের নির্বাচন দেখতে এফডিসির বাইরে উৎসুক জনতার উপচেপড়া ভিড়।
আর শিল্পকলা একাডেমির বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই যে, ভেতরে চলছে নির্বাচন। একরকম নীরবেই অনুষ্ঠিত হলো টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। তবে শিল্পকলা একাডেমির ভেতরে গিয়ে দেখা মিলল তারার মেলার। ছোট পর্দার অভিনয়শিল্পীদের পদচারণায় মুখরিত শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। যেন অভিনয়শিল্পীদের মিলন মেলা।
শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার ৭৪৮ জন। ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ জন। এরমধ্যে সভাপতি পদে আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। তিনটি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন-আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রওনক হাসান ও কবীর টুটুল। নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করেছেন আরও ২০ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এ যেন অভিনয়শিল্পীদের মিলন মেলা
একদিনে অভিনয়শিল্পীদের দুটি নির্বাচন। এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। আর শিল্পকলা একাডেমিতে টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের। দুই নির্বাচনের মধ্যে পার্থক্য হলো-বড় পর্দার শিল্পীদের নির্বাচন দেখতে এফডিসির বাইরে উৎসুক জনতার উপচেপড়া ভিড়।
আর শিল্পকলা একাডেমির বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই যে, ভেতরে চলছে নির্বাচন। একরকম নীরবেই অনুষ্ঠিত হলো টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। তবে শিল্পকলা একাডেমির ভেতরে গিয়ে দেখা মিলল তারার মেলার। ছোট পর্দার অভিনয়শিল্পীদের পদচারণায় মুখরিত শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। যেন অভিনয়শিল্পীদের মিলন মেলা।
শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার ৭৪৮ জন। ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ জন। এরমধ্যে সভাপতি পদে আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। তিনটি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন-আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রওনক হাসান ও কবীর টুটুল। নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করেছেন আরও ২০ জন।