ভক্তদের দুঃসংবাদ দিলেন ব্রিটনি
jugantor
ভক্তদের দুঃসংবাদ দিলেন ব্রিটনি

  অনলাইন ডেস্ক  

১৫ মে ২০২২, ১৫:২২:৫৮  |  অনলাইন সংস্করণ

গত মাসেই ভক্তদের মা হওয়ার সুখবর জানিয়েছিলেন টিন-সেনসেশন ব্রিটনি স্পিয়ার্স।

এক মাস পরই ভগ্ন হৃদয়ে গর্ভপাতের দুঃসুংবাদ জানালেন জনপ্রিয় এ গায়িকা। খবর বিবিসির।

ব্রিটনি ও তার হবু বর স্যাম আসগারি শনিবার নিজেদের ইনস্টাগ্রামে মিসক্যারেজের খবর শেয়ার করলেন।

ব্রিটনি ও স্যাম একটি যৌথ বিবৃতিতে বলেন, একরাশ মন খারাপের সঙ্গে সবাইকে জানাচ্ছি প্রেগন্যান্সির শুরুতেই আমরা হারিয়ে ফেললাম আমাদের ‘আশ্চর্য’ সন্তানকে। এটি যে কোনো মা-বাবার কাছেই একটি হৃদয়বিদারক ঘটনা।

সেখানে আরও লেখা ছিল— ‘মা হওয়ার খবর দিতে হয়তো একটু বেশিই জলদি করে ফেলেছি। আরও একটু অপেক্ষা করা উচিত ছিল আমাদের। একে-অপরের প্রতি ভালোবাসাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।’

নিজের ভক্তদের শুভেচ্ছা জানান পাশে থাকার জন্য। একই সঙ্গে এই কঠিন সময় থেকে বের হয়ে আসতে একটু সময়ও চেয়ে নেন।

সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিবাহসূত্রে দুই ছেলের মা ব্রিটনি। গত বছর সেপ্টেম্বরেই স্যামের সঙ্গে এনগেজমেন্ট হয় তার। এপ্রিলেই মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি।

গত বছর বাবার সঙ্গে কনজারভেটরশিপ নিয়ে চর্চায় ছিলেন ব্রিটনি। গায়িকার জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের সব দায়িত্ব আদালতের মাধ্যমে তুলে দেওয়া হয়েছিল গায়িকার বাবা জিমি স্পিয়ার্সের হাতে।

কিন্তু ব্রিটনির অভিযোগ ছিল তার জীবনকে শেকলে বেঁধে দিয়েছে বাবা, এমনকি বাবার জন্যই সে বিয়ে করতে পারছে না। জোর করে কনট্রোসেপটিভ পিল খাওয়ানোয় মা হতে পারছেন না।

ভক্তদের দুঃসংবাদ দিলেন ব্রিটনি

 অনলাইন ডেস্ক 
১৫ মে ২০২২, ০৩:২২ পিএম  |  অনলাইন সংস্করণ

গত মাসেই ভক্তদের মা হওয়ার সুখবর জানিয়েছিলেন টিন-সেনসেশন ব্রিটনি স্পিয়ার্স।
 
এক মাস পরই ভগ্ন হৃদয়ে গর্ভপাতের দুঃসুংবাদ জানালেন জনপ্রিয় এ গায়িকা। খবর বিবিসির।

ব্রিটনি ও তার হবু বর স্যাম আসগারি শনিবার নিজেদের ইনস্টাগ্রামে মিসক্যারেজের খবর শেয়ার করলেন।

ব্রিটনি ও স্যাম একটি যৌথ বিবৃতিতে বলেন, একরাশ মন খারাপের সঙ্গে সবাইকে জানাচ্ছি প্রেগন্যান্সির শুরুতেই আমরা হারিয়ে ফেললাম আমাদের ‘আশ্চর্য’ সন্তানকে। এটি যে কোনো মা-বাবার কাছেই একটি হৃদয়বিদারক ঘটনা।

সেখানে আরও লেখা ছিল— ‘মা হওয়ার খবর দিতে হয়তো একটু বেশিই জলদি করে ফেলেছি। আরও একটু অপেক্ষা করা উচিত ছিল আমাদের। একে-অপরের প্রতি ভালোবাসাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।’

নিজের ভক্তদের শুভেচ্ছা জানান পাশে থাকার জন্য। একই সঙ্গে এই কঠিন সময় থেকে বের হয়ে আসতে একটু সময়ও চেয়ে নেন।

সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিবাহসূত্রে দুই ছেলের মা ব্রিটনি। গত বছর সেপ্টেম্বরেই স্যামের সঙ্গে এনগেজমেন্ট হয় তার। এপ্রিলেই মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি।

গত বছর বাবার সঙ্গে কনজারভেটরশিপ নিয়ে চর্চায় ছিলেন ব্রিটনি। গায়িকার জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের সব দায়িত্ব আদালতের মাধ্যমে তুলে দেওয়া হয়েছিল গায়িকার বাবা জিমি স্পিয়ার্সের হাতে।

কিন্তু ব্রিটনির অভিযোগ ছিল তার জীবনকে শেকলে বেঁধে দিয়েছে বাবা, এমনকি বাবার জন্যই সে বিয়ে করতে পারছে না। জোর করে কনট্রোসেপটিভ পিল খাওয়ানোয় মা হতে পারছেন না।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন