আন্দোলনে নামছেন আমিন খান
জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের অভিনয় ব্যস্ততা কমলেও সামাজিক কর্মকাণ্ডে তার ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। অভিনয় ও প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি ২০১৬ সালে ভেজালমুক্ত খাবার উৎপাদন ও ব্যবহারের দিকে জনসাধারণকে উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতিষ্ঠা করেন ‘আমরা ভেজালমুক্ত খাবার চাই’ নামের একটি সংগঠন।
এটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন খান। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দেশের ১৬টি জেলায় এ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন আমিন খান। করোনার কারণে ২০২০ সাল থেকে এটির কার্যক্রম বন্ধ ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার কারণে শিগগিরই এ কার্যক্রমটি আবার চালু করছেন এই চিত্রনায়ক।
এ প্রসঙ্গে আমিন খান বলেন, আমরা সারা দেশের মানুষকে ভেজালমুক্ত খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলার জন্যই সেবামূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। এ পর্যন্ত যতটুকু কার্যক্রম পরিচালনা করেছি তাতে মানুষের কাছে থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। আশা করছি এবারো সবার কাছ থেকে ভালো সাড়া পাব।
বর্তমানে তিনি একটি বেসরকারি শিল্প গ্রুপে উর্ধ্বতন কর্মকর্তা পদে চাকরি করছেন। তিনি করোনাকালের আগে ‘সাহসী যোদ্ধা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। যেটির নাম পরিবর্তন হয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আন্দোলনে নামছেন আমিন খান
জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের অভিনয় ব্যস্ততা কমলেও সামাজিক কর্মকাণ্ডে তার ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। অভিনয় ও প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি ২০১৬ সালে ভেজালমুক্ত খাবার উৎপাদন ও ব্যবহারের দিকে জনসাধারণকে উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতিষ্ঠা করেন ‘আমরা ভেজালমুক্ত খাবার চাই’ নামের একটি সংগঠন।
এটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন খান। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দেশের ১৬টি জেলায় এ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন আমিন খান। করোনার কারণে ২০২০ সাল থেকে এটির কার্যক্রম বন্ধ ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার কারণে শিগগিরই এ কার্যক্রমটি আবার চালু করছেন এই চিত্রনায়ক।
এ প্রসঙ্গে আমিন খান বলেন, আমরা সারা দেশের মানুষকে ভেজালমুক্ত খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলার জন্যই সেবামূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। এ পর্যন্ত যতটুকু কার্যক্রম পরিচালনা করেছি তাতে মানুষের কাছে থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। আশা করছি এবারো সবার কাছ থেকে ভালো সাড়া পাব।
বর্তমানে তিনি একটি বেসরকারি শিল্প গ্রুপে উর্ধ্বতন কর্মকর্তা পদে চাকরি করছেন। তিনি করোনাকালের আগে ‘সাহসী যোদ্ধা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। যেটির নাম পরিবর্তন হয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।