দুই বাংলার তারকাদের উপস্থিতিতে ‘দুই শহর প্রেম’
বিনোদন প্রতিবেদন
১৭ মে ২০২২, ০৯:৩২:০২ | অনলাইন সংস্করণ
ভারতের কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে টেলি সিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। বরাবরের মতো এবারো দুই বাংলার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সুখবর হচ্ছে এ আসরের পর্দা উঠেছে বাংলাদেশি এক গায়িকার গানের মাধ্যমে। গানটির শিরোনাম ‘দুই শহর প্রেম’। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার ফাগুন।
ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গীতি কবিতায়, জয় সরকারের সুর ও সংগীত আয়োজনে তৈরি হয়েছে গানটি। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঢাকার নির্মাতা নোমান রবিন।
গানটির গীতিকার শ্রীজাত বলেন, আমার খুব সৌভাগ্য যে আমি এ রকম একটা গানে কাজ করতে পারছি। আমি গানটি লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঢাকা-কলকাতার কত শত বছরের বোঝাপড়া। কত কত গল্প, কান্না, সুখ, সাহিত্য আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। কাকে ছেড়ে কাকে ধরব? এটা শুধুমাত্র একটা গান না, এটা একটা দলিল একটা ইতিহাস একটা সংস্কৃতিও বটে।
কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার বলেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। আমার গানের মাধ্যমে এত বড় একটা উৎসবের যাত্রা শুরু হচ্ছে। আর এ গানের সঙ্গে সম্পৃক্ত সবাই অনেক বড়মাপের মানুষ। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।
আগামী ১৯ মে গুনগুন মিউজিক ইউটিউব চ্যানেল থেকে দুই শহর প্রেম মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুই বাংলার তারকাদের উপস্থিতিতে ‘দুই শহর প্রেম’
ভারতের কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে টেলি সিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। বরাবরের মতো এবারো দুই বাংলার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সুখবর হচ্ছে এ আসরের পর্দা উঠেছে বাংলাদেশি এক গায়িকার গানের মাধ্যমে। গানটির শিরোনাম ‘দুই শহর প্রেম’। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার ফাগুন।
ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গীতি কবিতায়, জয় সরকারের সুর ও সংগীত আয়োজনে তৈরি হয়েছে গানটি। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঢাকার নির্মাতা নোমান রবিন।
গানটির গীতিকার শ্রীজাত বলেন, আমার খুব সৌভাগ্য যে আমি এ রকম একটা গানে কাজ করতে পারছি। আমি গানটি লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঢাকা-কলকাতার কত শত বছরের বোঝাপড়া। কত কত গল্প, কান্না, সুখ, সাহিত্য আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। কাকে ছেড়ে কাকে ধরব? এটা শুধুমাত্র একটা গান না, এটা একটা দলিল একটা ইতিহাস একটা সংস্কৃতিও বটে।
কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার বলেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। আমার গানের মাধ্যমে এত বড় একটা উৎসবের যাত্রা শুরু হচ্ছে। আর এ গানের সঙ্গে সম্পৃক্ত সবাই অনেক বড়মাপের মানুষ। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।
আগামী ১৯ মে গুনগুন মিউজিক ইউটিউব চ্যানেল থেকে দুই শহর প্রেম মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানা গেছে।