কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার (ভিডিও)
jugantor
কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার (ভিডিও)

  বিনোদন ডেস্ক  

২০ মে ২০২২, ১২:৫৬:৩৮  |  অনলাইন সংস্করণ

অপেক্ষার প্রহর শেষ হলো। অবমুক্ত হলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ -এর ট্রেলার।

বিশ্বের অন্যতম প্রভাবশালী ও মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার।

উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, ‘মুজিব’ চলচ্চিত্রটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরূহ ব্যাপার। তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে।

ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণ অত্যন্ত আনন্দ ও গর্বের।

চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির পরিচালনায় রয়েছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল আর ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও বঙ্গমাতার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।

কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার (ভিডিও)

 বিনোদন ডেস্ক 
২০ মে ২০২২, ১২:৫৬ পিএম  |  অনলাইন সংস্করণ

অপেক্ষার প্রহর শেষ হলো। অবমুক্ত হলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র  ‘মুজিব : একটি জাতির রূপকার’ -এর  ট্রেলার।  

বিশ্বের অন্যতম প্রভাবশালী ও মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার। 

উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, ‘মুজিব’ চলচ্চিত্রটিতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরূহ ব্যাপার।  তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে।

ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণ অত্যন্ত আনন্দ ও গর্বের।

 

চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির পরিচালনায় রয়েছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল আর ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও বঙ্গমাতার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। 

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন