আসাফ্উদ্দৌলাহর মিউজিক ভিডিও
মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ বাংলাদেশের একজন খ্যাতিমান সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ। সঙ্গীত জীবনে এ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তি সঙ্গীত শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ফিরোজা বেগম, উস্তাদ গুলাম আলী, উস্তাদ হামিদ খান, উস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন এবং হৈমন্তী শুক্লা।
২২ মে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ মিউজিক ভিডিও আকারে তার লিখিত ও সুরারোপিত ১৩টি নতুন গান প্রকাশ করেছেন। এসব গানে কলকাতার গায়িকা পিউ মুখার্জি কণ্ঠ দিয়েছেন। গানের সঙ্গীত আয়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র মজুমদার। গানগুলো হলো- পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হলো, বাইরে শ্রাবণ, কেনো চলে যেতে, কারে কারে বলি, কোনো রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রংয়ে তোমায় সাজাব, গাছের সারি, তুমি ছাড়া কে বা, তুমিতো এখনো।
অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন। আসাফ্উদ্দৌলাহর ঘনিষ্ঠজন, বিশিষ্ট ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল বর্ণিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আসাফ্উদ্দৌলাহর মিউজিক ভিডিও
মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ বাংলাদেশের একজন খ্যাতিমান সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ। সঙ্গীত জীবনে এ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তি সঙ্গীত শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ফিরোজা বেগম, উস্তাদ গুলাম আলী, উস্তাদ হামিদ খান, উস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন এবং হৈমন্তী শুক্লা।
২২ মে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ মিউজিক ভিডিও আকারে তার লিখিত ও সুরারোপিত ১৩টি নতুন গান প্রকাশ করেছেন। এসব গানে কলকাতার গায়িকা পিউ মুখার্জি কণ্ঠ দিয়েছেন। গানের সঙ্গীত আয়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র মজুমদার। গানগুলো হলো- পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হলো, বাইরে শ্রাবণ, কেনো চলে যেতে, কারে কারে বলি, কোনো রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রংয়ে তোমায় সাজাব, গাছের সারি, তুমি ছাড়া কে বা, তুমিতো এখনো।
অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন। আসাফ্উদ্দৌলাহর ঘনিষ্ঠজন, বিশিষ্ট ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল বর্ণিল।