উপস্থাপনায় ইমন-কুসুম
প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘গহীনে শব্দ’ সিনেমায় চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী কুসুম শিকদার একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন।
২০১০ সালের ৩ জানুয়ারি সেন্সর সনদপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। দুই বছর পর তাদের দুজনকে নিয়ে নির্মাতা স্বপন আহমেদ নির্মাণ করেন ‘লালটিপ’ সিনেমাটি। এ সিনেমাটি সেন্সর সনদ পায় ২০১২ সালের ১২ ফেরুয়ারি। এ দুটি সিনেমার পর ইমন ও কুসুমের আর কোনো সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি। তবে দীর্ঘদিন পর তারা দুজন এবার আসছেন নতুনভাবে।
আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ইমন ও কুসুম শিকদার। ইমন ও কুসুম দুজন একে অন্যের ভালো বন্ধু। তাই বিটিভির ‘তারার মেলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেও দুজন বেশ উচ্ছসিত। কারণ এর আগে তারা কখনো একসঙ্গে এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেননি।
ইমন ও কুসুমের উপস্থাপনায় নানান পর্বে নানান আয়োজনে তারার মেলা অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী, খল-অভিনেতা ডিপজল, চিত্রনায়িকা বুবলী, সংগীতশিল্পী ইমরান, কণা, অভিনেত্রী তানজিন তিশাসহ আরও অনেকে। ‘তারার মেলা’ অনুষ্ঠানটি আগামী ঈদেই বিটিভিতে প্রচার হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উপস্থাপনায় ইমন-কুসুম
প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘গহীনে শব্দ’ সিনেমায় চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী কুসুম শিকদার একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন।
২০১০ সালের ৩ জানুয়ারি সেন্সর সনদপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। দুই বছর পর তাদের দুজনকে নিয়ে নির্মাতা স্বপন আহমেদ নির্মাণ করেন ‘লালটিপ’ সিনেমাটি। এ সিনেমাটি সেন্সর সনদ পায় ২০১২ সালের ১২ ফেরুয়ারি। এ দুটি সিনেমার পর ইমন ও কুসুমের আর কোনো সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি। তবে দীর্ঘদিন পর তারা দুজন এবার আসছেন নতুনভাবে।
আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ইমন ও কুসুম শিকদার। ইমন ও কুসুম দুজন একে অন্যের ভালো বন্ধু। তাই বিটিভির ‘তারার মেলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেও দুজন বেশ উচ্ছসিত। কারণ এর আগে তারা কখনো একসঙ্গে এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেননি।
ইমন ও কুসুমের উপস্থাপনায় নানান পর্বে নানান আয়োজনে তারার মেলা অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী, খল-অভিনেতা ডিপজল, চিত্রনায়িকা বুবলী, সংগীতশিল্পী ইমরান, কণা, অভিনেত্রী তানজিন তিশাসহ আরও অনেকে। ‘তারার মেলা’ অনুষ্ঠানটি আগামী ঈদেই বিটিভিতে প্রচার হবে।