পদ্মা সেতু নিয়ে ‘নকশীকাঁথা’র গান
১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার পদ্মা সেতু আগামীকাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে। এ সেতু ঘিরে রয়েছে নানা আয়োজন। সম্পন্ন হয়েছে সব প্রস্তুতিও। নানা জায়গায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৈরি হচ্ছে নতুন নতুন গানও।
এবার পদ্মা সেতু নিয়ে বিশেষ গান করেছে ব্যান্ড ‘নকশীকাঁথা’। বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। ব্যান্ডের গায়ক সাজেদ ফাতেমী কথা ও সুর করেছেন গানটির। আর সংগীতায়োজনে রয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।
গানটি নিয়ে ‘নকশীকাঁথা’ বলছে- জননেত্রী শেখ হাসিনা তথা দেশের এক অনন্য অর্জন পদ্মা সেতু। দেশের ইতিহাসে নতুন এ মাইলফলকের সাক্ষী হতে চেয়েছে ‘নকশীকাঁথা’। তাই পদ্মা সেতু নিয়ে তৈরি করেছে বিশেষ গান।
গানটিতে জনতার চাওয়ার প্রতিফলন, সম্ভাবনার কথা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পরিমিত স্তুতিও আছে বলে জানান তারা।
গানটি তৈরিতে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিককেও ধন্যবাদ জানিয়েছে ‘নকশীকাঁথা’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পদ্মা সেতু নিয়ে ‘নকশীকাঁথা’র গান
১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার পদ্মা সেতু আগামীকাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে। এ সেতু ঘিরে রয়েছে নানা আয়োজন। সম্পন্ন হয়েছে সব প্রস্তুতিও। নানা জায়গায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৈরি হচ্ছে নতুন নতুন গানও।
এবার পদ্মা সেতু নিয়ে বিশেষ গান করেছে ব্যান্ড ‘নকশীকাঁথা’। বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। ব্যান্ডের গায়ক সাজেদ ফাতেমী কথা ও সুর করেছেন গানটির। আর সংগীতায়োজনে রয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।
গানটি নিয়ে ‘নকশীকাঁথা’ বলছে- জননেত্রী শেখ হাসিনা তথা দেশের এক অনন্য অর্জন পদ্মা সেতু। দেশের ইতিহাসে নতুন এ মাইলফলকের সাক্ষী হতে চেয়েছে ‘নকশীকাঁথা’। তাই পদ্মা সেতু নিয়ে তৈরি করেছে বিশেষ গান।
গানটিতে জনতার চাওয়ার প্রতিফলন, সম্ভাবনার কথা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পরিমিত স্তুতিও আছে বলে জানান তারা।
গানটি তৈরিতে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিককেও ধন্যবাদ জানিয়েছে ‘নকশীকাঁথা’।