অপূর্ব যখন প্রবাসী
আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে। কিংবা দুঃসময় এলে আপনজনরা কতটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’।
যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে ছিলেন কেয়া পায়েল। সিএমভির ব্যানারে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ।
এ নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি, তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকদের রায়।’
এ নাটকে দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবর ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ ও হিংস্রতা। এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উš§ুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অপূর্ব যখন প্রবাসী
আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে। কিংবা দুঃসময় এলে আপনজনরা কতটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’।
যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে ছিলেন কেয়া পায়েল। সিএমভির ব্যানারে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ।
এ নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি, তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকদের রায়।’
এ নাটকে দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবর ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ ও হিংস্রতা। এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উš§ুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।