৯ বছর পর সুখবর দিলেন নওশীন
ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন টিভি পর্দার জনপ্রিয় মুখ নওশীন নাহরীন। মা হতে চলেছেন এ অভিনেত্রী ও উপস্থাপিকা।
অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ২০১৩ সালের ১ মার্চ ঘর বেঁধেছিলেন নওশীন। সংসার জীবনের ৯ বছর পর পেলেন কাঙ্ক্ষিত সুখবর।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন-হিল্লোল। তাই টিভি পর্দায় তেমন একটা দেখা যায় না তাদের।
শনিবার অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান, চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ, মডেল-অভিনেত্রী মোনালিসা, অভিনেত্রী তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও নায়িকা রোমানা।
জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা ভালো। অনাগত সন্তানের খেয়াল রাখছেন। আগামী মাসেই নতুন অতিথির আগমন ঘটবে এ দম্পতির ঘরে।
নিজেদের সন্তানের বিষয়ে নওশীন বলেন, ‘মা হওয়া এক অনন্য অনুভূতি। আমি দ্বিতীয়বার সেই সুখানুভূতি পাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই আমার সন্তান জন্ম নেবে। সবার কাছে দোয়া চাই আমার সন্তান যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।
নওশীন নাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ব্লগিং করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৯ বছর পর সুখবর দিলেন নওশীন
ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন টিভি পর্দার জনপ্রিয় মুখ নওশীন নাহরীন। মা হতে চলেছেন এ অভিনেত্রী ও উপস্থাপিকা।
অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ২০১৩ সালের ১ মার্চ ঘর বেঁধেছিলেন নওশীন। সংসার জীবনের ৯ বছর পর পেলেন কাঙ্ক্ষিত সুখবর।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন-হিল্লোল। তাই টিভি পর্দায় তেমন একটা দেখা যায় না তাদের।
শনিবার অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান, চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ, মডেল-অভিনেত্রী মোনালিসা, অভিনেত্রী তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও নায়িকা রোমানা।
জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা ভালো। অনাগত সন্তানের খেয়াল রাখছেন। আগামী মাসেই নতুন অতিথির আগমন ঘটবে এ দম্পতির ঘরে।
নিজেদের সন্তানের বিষয়ে নওশীন বলেন, ‘মা হওয়া এক অনন্য অনুভূতি। আমি দ্বিতীয়বার সেই সুখানুভূতি পাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই আমার সন্তান জন্ম নেবে। সবার কাছে দোয়া চাই আমার সন্তান যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।
নওশীন নাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ব্লগিং করেন।