ঈদে অনুরূপ আইচের একাধিক গান ও নাটক
কুরবানির ঈদ উপলক্ষ্যে গান ও নাটকের জমজমাট পসরা সাজিয়েছে টিভি চ্যানেল ও গানের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ প্রতিবারের মতো এই ঈদে একাধিক গান এবং নাটক উপহার দিচ্ছেন। এটা তার ভক্তদের জন্য বড় সুখবর।
অনুরূপ আইচের গানগুলো গেয়েছেন আরফিন রুমি, নিশ্চুপ বৃষ্টি, এসএম সোহেল, শায়লা শারমিন পলি, সানি আজাদ, খন্দকার বাপ্পি, প্রমিত কুমার, ডিজে নিলয় খান সাগর ও রাইসা খান।
অনুরূপ আইচের লেখা টেলিফিল্ম ‘ভাই’ এনটিভিতে প্রচার হবে ঈদের অনুষ্ঠানমালায়। এই টেলিফিল্মের থিম সং গাইবেন সোহেল মেহেদী। এ ছাড়া তার লেখা আরও দুটি চ্যানেলে প্রচার হবে দুটি নাটক। একটির নাম ‘উকুন’ ও আরেকটির নাম ‘পৃথক পৃথিবী’।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ঈদ উপলক্ষ্যে প্রকাশ পাওয়া আমার লেখা গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হবে। টেলিফিল্ম ও নাটকগুলো উপভোগ্য হবে আশা করি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈদে অনুরূপ আইচের একাধিক গান ও নাটক
কুরবানির ঈদ উপলক্ষ্যে গান ও নাটকের জমজমাট পসরা সাজিয়েছে টিভি চ্যানেল ও গানের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ প্রতিবারের মতো এই ঈদে একাধিক গান এবং নাটক উপহার দিচ্ছেন। এটা তার ভক্তদের জন্য বড় সুখবর।
অনুরূপ আইচের গানগুলো গেয়েছেন আরফিন রুমি, নিশ্চুপ বৃষ্টি, এসএম সোহেল, শায়লা শারমিন পলি, সানি আজাদ, খন্দকার বাপ্পি, প্রমিত কুমার, ডিজে নিলয় খান সাগর ও রাইসা খান।
অনুরূপ আইচের লেখা টেলিফিল্ম ‘ভাই’ এনটিভিতে প্রচার হবে ঈদের অনুষ্ঠানমালায়। এই টেলিফিল্মের থিম সং গাইবেন সোহেল মেহেদী। এ ছাড়া তার লেখা আরও দুটি চ্যানেলে প্রচার হবে দুটি নাটক। একটির নাম ‘উকুন’ ও আরেকটির নাম ‘পৃথক পৃথিবী’।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ঈদ উপলক্ষ্যে প্রকাশ পাওয়া আমার লেখা গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হবে। টেলিফিল্ম ও নাটকগুলো উপভোগ্য হবে আশা করি।