‘চলো নিরালায়’ গান নিয়ে মুগ্ধতা
প্রেমে/হাসিয়া/ভাসিয়া/উতলা হাওয়ায়/চলো নিরালায়/চলো নিরালায়... রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের শুরুর কয়েকটি লাইন। ২৭ জুন এটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও এর প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকের স্টোরিতে ছড়িয়ে পড়েছে গানটির ক্লিপ। ওপার বাংলার কয়েকজন শ্রোতা ইউটিউবে গানটির ইতিবাচক রিভিউ দিয়েছেন।
‘পরাণ’ চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের দারুণ রসায়ন নিয়ে সাজানো হয়েছে ‘চলো নিরালায়’-এর ভিডিও। বখাটে তরুণের ভূমিকায় রাজ ও মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শক।
গানটি নিয়ে রাজ ও মিম বেশ রোমাঞ্চিত। ফেসবুক লাইভে এসে নিজেদের এই অনুভূতির কথা জানিয়েছেন দুজনই। গত ২৬ জুন সন্ধ্যায় গানটির ২৭ সেকেন্ডের টিজার মুক্তি পায় অনলাইনে।
‘চলো নিরালায়’ গানটি গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। গানটি লিখেছেন গীতিকবি জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এটি শোনা যাচ্ছে।
এ ছাড়া ফেসবুকেও শ্রোতারা উপভোগ করতে পারছেন গানটি। ‘পরাণ’ চলচ্চিত্রের আরেক প্রধান অভিনয়শিল্পী ইয়াশ রোহান। আসন্ন ঈদুল আজহায় রাজধানী ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে এটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘চলো নিরালায়’ গান নিয়ে মুগ্ধতা
প্রেমে/হাসিয়া/ভাসিয়া/উতলা হাওয়ায়/চলো নিরালায়/চলো নিরালায়... রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের শুরুর কয়েকটি লাইন। ২৭ জুন এটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও এর প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকের স্টোরিতে ছড়িয়ে পড়েছে গানটির ক্লিপ। ওপার বাংলার কয়েকজন শ্রোতা ইউটিউবে গানটির ইতিবাচক রিভিউ দিয়েছেন।
‘পরাণ’ চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের দারুণ রসায়ন নিয়ে সাজানো হয়েছে ‘চলো নিরালায়’-এর ভিডিও। বখাটে তরুণের ভূমিকায় রাজ ও মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শক।
গানটি নিয়ে রাজ ও মিম বেশ রোমাঞ্চিত। ফেসবুক লাইভে এসে নিজেদের এই অনুভূতির কথা জানিয়েছেন দুজনই। গত ২৬ জুন সন্ধ্যায় গানটির ২৭ সেকেন্ডের টিজার মুক্তি পায় অনলাইনে।
‘চলো নিরালায়’ গানটি গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। গানটি লিখেছেন গীতিকবি জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এটি শোনা যাচ্ছে।
এ ছাড়া ফেসবুকেও শ্রোতারা উপভোগ করতে পারছেন গানটি। ‘পরাণ’ চলচ্চিত্রের আরেক প্রধান অভিনয়শিল্পী ইয়াশ রোহান। আসন্ন ঈদুল আজহায় রাজধানী ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে এটি।