নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘চেতনা’

 বিনোদন প্রতিবেদন 
১৩ আগস্ট ২০২২, ০৩:২৭ এএম  |  অনলাইন সংস্করণ

শিশু-কিশোরদের মনের জগতের মানসিক বিকাশ ও নির্মল বিনোদনের জন্য নির্মিত হচ্ছে ‘চেতনা’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র। বীরজান পরিচালিত সিনেমাটির চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। 

শিগগিরই এটি সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ পরিচালক নিজেই করেছেন। 

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা জানান, এটি নিয়ে আমি খুব আশাবাদী। ছোটদের জন্য খুব আকর্ষণীয় একটি সিনেমা হবে বলে মনে করছি। গল্পে খুব সুন্দর একটা বার্তা আছে। ছবিটা সবাই খুব আনন্দ নিয়ে দেখবে বলে বিশ্বাস আমার। বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ‘চেতনা’ চলচ্চিত্রে শিশুদের পাশাপাশি বড়রাও কাজ করছে। বিশেষ একটি চরিত্রে পরিচালক নিজে অভিনয় করেছেন। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ হাসিন আনজুম, মাফরুহা জাহান অক্তারি, কামরুজ্জামান মিঠু, রায়হান, হুমায়রা আহমেদ সুবাহ, হাফিজউদ্দীন আহমেদ মারুফ, আমিনা হক অংকুর, বেহ্জারিন হাসান তারফি, শেফালী অধিকারী, কেএসএম আফতাহি, মওদুদ মেহতাব সাফাতম, মাহমুদা পল, প্রণাম অধিকারী, শাহিন শিল্পী, রুমা চিশতী, তানিয়া আক্তার প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন