সেই আসিফ তুহিনের নতুন গান

 বিনোদন প্রতিবেদন 
০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ এএম  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রসারে ব্যান্ডদল ‘সাডেন’রও বেশ ভূমিকা ছিল। এই ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন আসিফ তুহিন ও আগুন।

তবে আসিফ তুহিন এই ব্যান্ড দলের সঙ্গে নিজেকে যুক্ত করার আগেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করার সময় ব্যান্ডদল ‘ইনসেনটিভ’ গড়ে তুলেছিলেন।

তিনি ছিলেন মেইন ভোকালিস্ট। পাভেল চৌধুরীর কথা ও সুরে ১৯৯২ সালে প্রকাশিত হয় ‘ঘাসফুল’ গানটি। এই গান দিয়েই আলোচনায় চলে আসেন আসিফ তুহিন।

ইনটেনসিভ’ দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি পাঁচ বছর। এই দল থেকেই প্রকাশ হয় তার অ্যালবাম ‘সুখের ছোঁয়া’। ১৯৯৩ সালে ভিক্টোরিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ‘ইনসেনটিভ’ দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু।

পরবর্তীতে ‘সাডেন’ ব্যান্ড দলের সঙ্গে যুক্ত হয়ে আসিফ তুহিন একজন ভোকালিস্ট হিসেবে আরো ব্যস্ত হয়ে উঠেন। সঙ্গীতশিল্পী হিসেবে এগিয়ে চলেন তিনি। এক সময় বাংলাদেশে টেলিভিশনের এ গ্রেডের শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন।

সেই আসিফ তুহিন মাঝে গানে বিরতি দিলেও জীবনের এই সময়ে এসে গানের প্রতি আরও মনোযোগী হয়ে উঠেছেন। তাই কিছুদিন আগে তিনি নিজের নামে অর্থাৎ ‘আসিফ তুহিন’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন।

সেখানে এরইমধ্যে নতুন দুটি গান প্রকাশিত হয়েছে। গান দু’টি হচ্ছে ‘নিশিরাতে’ ও ‘এখানেই রোদের আলো’। ‘নিশিরাতে’ গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন মনি জামান। ‘এখানেই রোদের আলো’ গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব বাপ্পু। সঙ্গীতায়োজন করেছেন মনোয়োর হোসেন টুটুল।

‘নিশিরাতে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নিশাণী মোমেন ও ‘এখানেই রোদের আলো’র মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রুবেল। আসিফ তুহিন জানান, আরও নতুন পাঁচটি মৌলিক গান শিগগিরই একে একে প্রকাশ পাবে তার চ্যানেলে।

গানগুলো লিখেছেন নজরুল ইসলাম বাবু, আনোয়ার জাহান নান্টু, মোকলেসুর রহমান মুকুল, হাবিব বাপ্পু। গানগুলোর সুর সঙ্গীত করছেন মনোয়োর হোসেন টুটুল, মনি জামান, আলী আকবর রুপু, দীপক সূত্রধর।

আসিফ তুহিন বলেন, মাঝে বেশ কয়েক বছর চাকরি করেছি। কিন্তু এখন আমার পূর্ণ মনোযোগ গানে। হয়তো আরও আগেই গানে এবং নিজের ইউটিউব চ্যানেলে মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল।

কিন্তু দেরিতে হলেও নিজের চ্যানেল, নিজের গানে মনযোগ দেওয়ার শতভাগ চেষ্টা করছি। আমি আমার চ্যানেলের জন্য, সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের জন্য সুস্থ ধারার গান করে যেতে চাই। এই গানগুলোই যেন আমাকে বাঁচিয়ে রাখে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন