মা হারালেন অপর্ণা ঘোষ

 বিনোদন ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২ পিএম  |  অনলাইন সংস্করণ

অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন।রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, কিডনি জটিলতায় আক্রান্ত ছিলেন অপর্ণার মা ঝর্ণা ঘোষ। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন তার চিকিৎসা চলেছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতেই প্রয়োজন হয় লাইফ সাপোর্টের, কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও।
 
অপর্ণা ঘোষ জানিয়েছেন, চট্টগ্রামের আন্দরকিল্লার বালুয়ারদিঘি মহাশ্মশানে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। 

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

২০০৯ সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অপর্ণা ঘোষ। চার বছর বিরতি নিয়ে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গণ্ডি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন