ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে পূর্ণিমা
যুগান্তর ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৬:৫৮:৪১ | অনলাইন সংস্করণ
স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
গত বৃহস্পতিবার সৌদি আরব যাওয়ার পর বর্তমানে পবিত্র মদিনায় অবস্থান করছেন তিনি। পূর্ণিমার সঙ্গে তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা রয়েছেন বলে জানা গেছে।
পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন নিজের ফেসবুকে ওমরায় যাওয়ার ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিনের পোস্ট করা ছবিতে দেখা গেছে, বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমা। অন্যদিকে, পূর্ণিমার একটি সেলফিতে স্বামী ও মেয়েকে দেখা গেছে।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মদিনার মসজিদে নববীর কয়েকটি ছবি আপলোড করে পূর্ণিমা লেখেন, ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ’।
জানা গেছে, মদিনা থেকে মক্কার পথে যাত্রা করবেন পূর্ণিমার পরিবার। সেখানেই ওমরাহ পালনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা।
চলতি বছরের ২১ জুলাই আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের খবর জানান পূর্ণিমা। এর আগে ২৭ মে তাদের বিয়ে হয়। পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে পূর্ণিমা
স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
গত বৃহস্পতিবার সৌদি আরব যাওয়ার পর বর্তমানে পবিত্র মদিনায় অবস্থান করছেন তিনি। পূর্ণিমার সঙ্গে তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা রয়েছেন বলে জানা গেছে।
পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন নিজের ফেসবুকে ওমরায় যাওয়ার ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিনের পোস্ট করা ছবিতে দেখা গেছে, বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমা। অন্যদিকে, পূর্ণিমার একটি সেলফিতে স্বামী ও মেয়েকে দেখা গেছে।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মদিনার মসজিদে নববীর কয়েকটি ছবি আপলোড করে পূর্ণিমা লেখেন, ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ’।
জানা গেছে, মদিনা থেকে মক্কার পথে যাত্রা করবেন পূর্ণিমার পরিবার। সেখানেই ওমরাহ পালনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা।
চলতি বছরের ২১ জুলাই আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের খবর জানান পূর্ণিমা। এর আগে ২৭ মে তাদের বিয়ে হয়। পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে।