সুবর্ণাকে শুভেচ্ছায় ভাসালেন আফজাল
গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হবে না।
তবে সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভুল করেন না অভিনেতা-অভিনেত্রীরা।
নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক আফজাল হোসেনের সঙ্গে বহু কাজ করেছেন সুবর্ণা। তার সহকর্মীর বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসিয়েছেন আফজাল।
তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা অভিনয়ে শুরু থেকেই পরিণত। তার মতো একজন শিল্পীর অভিনয়ে আনলিমিটেড ক্ষমতা থাকে। কিন্তু তা থাকলেও আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের অসহায়ত্বও থাকে। একটা সময় গেছে যখন সুবর্ণার অভিনয় দেখে দর্শক আনন্দিত হয়েছে। সেও কাজে নিয়মিত ছিল। কিন্তু এখন সময়টা এমন হয়ে গেছে যারা অভিনয়ে অভিজ্ঞ, আরও বেশি পরিপূর্ণ তাদের নিয়ে দর্শকের মনে রাখার মতো কাজ হয় না। এটা যে কত বড় দুঃখজনক এবং কতটা হতাশার তা আসলে বলে বোঝানোর মতো নয়। আমি চাই সুবর্ণা মুস্তাফাকে আরও ভালো ভালো কাজের মধ্য দিয়ে তার অভিনয়কে দর্শক মনে বাঁচিয়ে রাখার জন্য আরও ভালো ভালো কাজ হোক। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুবর্ণাকে শুভেচ্ছায় ভাসালেন আফজাল
গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হবে না।
তবে সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভুল করেন না অভিনেতা-অভিনেত্রীরা।
নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক আফজাল হোসেনের সঙ্গে বহু কাজ করেছেন সুবর্ণা। তার সহকর্মীর বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসিয়েছেন আফজাল।
তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা অভিনয়ে শুরু থেকেই পরিণত। তার মতো একজন শিল্পীর অভিনয়ে আনলিমিটেড ক্ষমতা থাকে। কিন্তু তা থাকলেও আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের অসহায়ত্বও থাকে। একটা সময় গেছে যখন সুবর্ণার অভিনয় দেখে দর্শক আনন্দিত হয়েছে। সেও কাজে নিয়মিত ছিল। কিন্তু এখন সময়টা এমন হয়ে গেছে যারা অভিনয়ে অভিজ্ঞ, আরও বেশি পরিপূর্ণ তাদের নিয়ে দর্শকের মনে রাখার মতো কাজ হয় না। এটা যে কত বড় দুঃখজনক এবং কতটা হতাশার তা আসলে বলে বোঝানোর মতো নয়। আমি চাই সুবর্ণা মুস্তাফাকে আরও ভালো ভালো কাজের মধ্য দিয়ে তার অভিনয়কে দর্শক মনে বাঁচিয়ে রাখার জন্য আরও ভালো ভালো কাজ হোক। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।’