কষ্ট দেওয়া মানুষের উদ্দেশ্যে যা বললেন প্রভা
বিনোদন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১৫:০৭:১৫ | অনলাইন সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে হলেও সাবলীল অভিনয়ের মাধ্যমে অনেক আগেই শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন ও নিজের বিভিন্ন মতামত তুলে ধরতে দেখা যায় প্রভাকে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন লাস্যময়ী এ সুন্দরী। ছবির ক্যাপশনে মানুষের খারাপ ব্যবহারের পরও তাদের প্রতি কৃতজ্ঞ ও আল্লাহর প্রতি ভরসা রাখার কথা তুলে ধরেন প্রভা।
অভিনেত্রী লেখেন— ‘যখনই কেউ একজন আপনাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলুন। আপনি সম্ভবত ভাবছেন কেন। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন তারা আপনার শিকড়ে দোলা দেয়। এ সময় এমন অনুভূতি প্রকাশ হয়, যা আপনি কিছু সময়ের মধ্যে অনুভব করেননি।’
তিনি আরও লেখেন— ‘আলহামদুলিল্লাহ বলুন। কারণ আল্লাহ আপনাকে তার সৃষ্টির বাস্তবতা দেখিয়েছেন। আর যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। কেননা তারা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে।’
সবশেষ অভিনেত্রী আরও লেখেন— ‘আল্লাহ বলেন, ভয় করো না। আমি তোমাদের উভয়ের সঙ্গে রয়েছি; আমি দেখি ও শুনি।’ (২০:৪৬)
প্রভা ব্যক্তিগতজীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তার পরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এর পরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কষ্ট দেওয়া মানুষের উদ্দেশ্যে যা বললেন প্রভা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে হলেও সাবলীল অভিনয়ের মাধ্যমে অনেক আগেই শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন ও নিজের বিভিন্ন মতামত তুলে ধরতে দেখা যায় প্রভাকে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন লাস্যময়ী এ সুন্দরী। ছবির ক্যাপশনে মানুষের খারাপ ব্যবহারের পরও তাদের প্রতি কৃতজ্ঞ ও আল্লাহর প্রতি ভরসা রাখার কথা তুলে ধরেন প্রভা।
অভিনেত্রী লেখেন— ‘যখনই কেউ একজন আপনাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলুন। আপনি সম্ভবত ভাবছেন কেন। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন তারা আপনার শিকড়ে দোলা দেয়। এ সময় এমন অনুভূতি প্রকাশ হয়, যা আপনি কিছু সময়ের মধ্যে অনুভব করেননি।’
তিনি আরও লেখেন— ‘আলহামদুলিল্লাহ বলুন। কারণ আল্লাহ আপনাকে তার সৃষ্টির বাস্তবতা দেখিয়েছেন। আর যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। কেননা তারা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে।’
সবশেষ অভিনেত্রী আরও লেখেন— ‘আল্লাহ বলেন, ভয় করো না। আমি তোমাদের উভয়ের সঙ্গে রয়েছি; আমি দেখি ও শুনি।’ (২০:৪৬)
প্রভা ব্যক্তিগতজীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তার পরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এর পরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।