ভবিষ্যতের বিষয় নিয়ে আমি চিন্তিত নই: মিম
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিন্হা মিম। সিনেমা নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন। বর্তমানে এ অভিনেত্রী ভারতের কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** কলকাতায় এসেছি গত সপ্তাহে। ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং করছি এখানে। এ সিনেমায় কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে কাজ করছি। এটি নির্মাণ করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার। এ ছাড়া কয়েকটি নতুন প্রজেক্ট হাতে আছে। এগুলো এক এক করে শেষ করব।
* দ্বিতীয়বার জিৎ’র সঙ্গে অভিনয় করছেন। অনুভূতি কেমন?
** এর আগে ‘সুলতান : দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায় জিৎ দা এবং আমি অভিনয় করেছি। আবার নতুন করে কাজ করতে যাচ্ছি। এ অনুভূতি অবশ্যই আনন্দের। আমরা আনন্দের সঙ্গে কাজ করছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবেন।
* এ সিনেমায় আপনার চরিত্র কেমন?
** আসলে মুক্তির আগে সিনেমার বিষয় বিস্তারিত কথা বারণ আছে। তবে এ সিনেমায় আমাকে মন্দিরা নামে একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে। এর বেশি কিছু বলতে চাই না। এতটুকু বলতে পারি ‘মানুষ’ সিনেমাটি মানুষের মন জয় করে নেবে।
* ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপনে আপনাকে কম দেখা যাচ্ছে। এটা কি সিনেমার ব্যস্ততার কারণে?
** বিষয়টি এমন নয়। বিজ্ঞাপন ওটিটিতে আমি কাজ করছি। ওটিটিতে কয়েকটি কাজ প্রকাশ হয়েছে। আগামীতেও করব। তবে এটা ঠিক যে, সিনেমার ব্যস্ততার কারণে বিজ্ঞাপন কিংবা নাটকে আনুপাতিক হারে কাজ হয়তো কম হচ্ছে।
* অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে অন্য কিছু করা নিয়ে ভেবেছেন?
** ভবিষ্যতের বিষয় নিয়ে আমি চিন্তিত নই। দেখি শুধু সিনেমায় কাজ করে কতদূর যেতে পারি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভবিষ্যতের বিষয় নিয়ে আমি চিন্তিত নই: মিম
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিন্হা মিম। সিনেমা নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন। বর্তমানে এ অভিনেত্রী ভারতের কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** কলকাতায় এসেছি গত সপ্তাহে। ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং করছি এখানে। এ সিনেমায় কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে কাজ করছি। এটি নির্মাণ করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার। এ ছাড়া কয়েকটি নতুন প্রজেক্ট হাতে আছে। এগুলো এক এক করে শেষ করব।
* দ্বিতীয়বার জিৎ’র সঙ্গে অভিনয় করছেন। অনুভূতি কেমন?
** এর আগে ‘সুলতান : দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায় জিৎ দা এবং আমি অভিনয় করেছি। আবার নতুন করে কাজ করতে যাচ্ছি। এ অনুভূতি অবশ্যই আনন্দের। আমরা আনন্দের সঙ্গে কাজ করছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবেন।
* এ সিনেমায় আপনার চরিত্র কেমন?
** আসলে মুক্তির আগে সিনেমার বিষয় বিস্তারিত কথা বারণ আছে। তবে এ সিনেমায় আমাকে মন্দিরা নামে একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে। এর বেশি কিছু বলতে চাই না। এতটুকু বলতে পারি ‘মানুষ’ সিনেমাটি মানুষের মন জয় করে নেবে।
* ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপনে আপনাকে কম দেখা যাচ্ছে। এটা কি সিনেমার ব্যস্ততার কারণে?
** বিষয়টি এমন নয়। বিজ্ঞাপন ওটিটিতে আমি কাজ করছি। ওটিটিতে কয়েকটি কাজ প্রকাশ হয়েছে। আগামীতেও করব। তবে এটা ঠিক যে, সিনেমার ব্যস্ততার কারণে বিজ্ঞাপন কিংবা নাটকে আনুপাতিক হারে কাজ হয়তো কম হচ্ছে।
* অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে অন্য কিছু করা নিয়ে ভেবেছেন?
** ভবিষ্যতের বিষয় নিয়ে আমি চিন্তিত নই। দেখি শুধু সিনেমায় কাজ করে কতদূর যেতে পারি।