জানি সমালোচনা হবে, সেটার জন্য তৈরিও আছি: কঙ্গনা
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৯:৪২ | অনলাইন সংস্করণ
বলিউডে নিজের অভিনয় ব্যস্ততার চেয়ে অন্যের সমালোচনা করতেই বেশি ব্যস্ত থাকেন কঙ্গনা রানাউত। এ জন্য অনেকের চক্ষুশূলও তিনি। ভারতীয় রাজনীতি নিয়ে এবার ইতিহাসভিত্তিক একটি সিনেমা নির্মাণ করেছেন এ অভিনেত্রী। ১৯৭৫ সাল থেকে টানা ২১ বছরের সময়কালকে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে ‘কালো অধ্যায়’ বলা হয়ে থাকে।
এ বিষয়টিই এবার পর্দায় নিয়ে আসছেন কঙ্গনা। সিনেমার নাম ‘ইমারজেন্সি’। এ সিনেমার গল্প থেকে শুরু করে প্রযোজনা, পরিচালনা সবই করেছেন কঙ্গনা। এতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এ সিনেমা তৈরি করতে গিয়ে তাকে ব্যাপক চ্যালেঞ্জ নিতে হয়েছে।
কঙ্গনা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এ সিনেমা তৈরির জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে আমাকে। হয়তো মনে হচ্ছে, এ যাত্রা খুবই সহজ ছিল। কিন্তু সত্যটি কঠিন। কাজ করতে গিয়ে দেখি সিনেমার শুটিংয়ের খরচ বেড়েই চলছে। সেটা সামাল দিতে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। এ ছাড়াও শুটিংয়ের প্রথম দিকে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা, সঙ্গে চরিত্র নিয়ে একাধিক চ্যালেঞ্জ আমাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়েছে।’
এ সিনেমা প্রসঙ্গে কঙ্গনা আরও বলেন, ‘ইমার্জেন্সি সিনেমাটি কোনো আত্মজীবনী নয়। এটি একটি রাজনৈতিক সিনেমা। আমি জানি সমালোচনা হবে। সেটার জন্য তৈরিও আছি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জানি সমালোচনা হবে, সেটার জন্য তৈরিও আছি: কঙ্গনা
বলিউডে নিজের অভিনয় ব্যস্ততার চেয়ে অন্যের সমালোচনা করতেই বেশি ব্যস্ত থাকেন কঙ্গনা রানাউত। এ জন্য অনেকের চক্ষুশূলও তিনি। ভারতীয় রাজনীতি নিয়ে এবার ইতিহাসভিত্তিক একটি সিনেমা নির্মাণ করেছেন এ অভিনেত্রী। ১৯৭৫ সাল থেকে টানা ২১ বছরের সময়কালকে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে ‘কালো অধ্যায়’ বলা হয়ে থাকে।
এ বিষয়টিই এবার পর্দায় নিয়ে আসছেন কঙ্গনা। সিনেমার নাম ‘ইমারজেন্সি’। এ সিনেমার গল্প থেকে শুরু করে প্রযোজনা, পরিচালনা সবই করেছেন কঙ্গনা। এতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এ সিনেমা তৈরি করতে গিয়ে তাকে ব্যাপক চ্যালেঞ্জ নিতে হয়েছে।
কঙ্গনা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এ সিনেমা তৈরির জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে আমাকে। হয়তো মনে হচ্ছে, এ যাত্রা খুবই সহজ ছিল। কিন্তু সত্যটি কঠিন। কাজ করতে গিয়ে দেখি সিনেমার শুটিংয়ের খরচ বেড়েই চলছে। সেটা সামাল দিতে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। এ ছাড়াও শুটিংয়ের প্রথম দিকে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা, সঙ্গে চরিত্র নিয়ে একাধিক চ্যালেঞ্জ আমাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়েছে।’
এ সিনেমা প্রসঙ্গে কঙ্গনা আরও বলেন, ‘ইমার্জেন্সি সিনেমাটি কোনো আত্মজীবনী নয়। এটি একটি রাজনৈতিক সিনেমা। আমি জানি সমালোচনা হবে। সেটার জন্য তৈরিও আছি।’