পাঠান দেখে শাহরুখের উদ্দেশে যা লিখলেন আনুশকা
অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, ১৪:২৭:৫০ | অনলাইন সংস্করণ
চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। মুক্তির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক ঠেকেছে ১২৫কোটিতে। সারা দুনিয়া থেকে দুই দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আয় করেছে ২২৫ কোটি রুপি।
মুক্তির পরপরই অনেক বলিউড তারকাদের প্রশংসায় ভাসছে ছবিটি। এবার এই লম্বা তালিকায় যুক্ত হলো আনুশকা শর্মার নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠান ছবির প্রশংসা করেছেন আনুশকা শর্মা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
ইনস্টাগ্রামে আনুশকা লিখেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এটা মুক্তি পেলো। সত্যিই প্রশংসনীয়।
পোস্টে শাহরুখ খানকে ট্যাগ দিয়ে তাকে অভিনন্দন জানান আনুশকা শর্মা। তিনি আরও বলেন, দুদিনেই এতো পরিমাণ আয়ের রেকর্ড অভাবনীয়।
এ সময় দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও অভিনন্দন জানিয়েছেন আনুশকা শর্মা। এদিকে আনুশকার এই পোস্ট স্টোরিতে শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন।
এর আগে জাহ্নবি কাপুরসহ আরও অনেক বলিউড তারকা পাঠান ছবির প্রশংসা করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাঠান দেখে শাহরুখের উদ্দেশে যা লিখলেন আনুশকা
চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। মুক্তির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক ঠেকেছে ১২৫কোটিতে। সারা দুনিয়া থেকে দুই দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আয় করেছে ২২৫ কোটি রুপি।
মুক্তির পরপরই অনেক বলিউড তারকাদের প্রশংসায় ভাসছে ছবিটি। এবার এই লম্বা তালিকায় যুক্ত হলো আনুশকা শর্মার নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠান ছবির প্রশংসা করেছেন আনুশকা শর্মা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
ইনস্টাগ্রামে আনুশকা লিখেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এটা মুক্তি পেলো। সত্যিই প্রশংসনীয়।
পোস্টে শাহরুখ খানকে ট্যাগ দিয়ে তাকে অভিনন্দন জানান আনুশকা শর্মা। তিনি আরও বলেন, দুদিনেই এতো পরিমাণ আয়ের রেকর্ড অভাবনীয়।
এ সময় দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও অভিনন্দন জানিয়েছেন আনুশকা শর্মা। এদিকে আনুশকার এই পোস্ট স্টোরিতে শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন।
এর আগে জাহ্নবি কাপুরসহ আরও অনেক বলিউড তারকা পাঠান ছবির প্রশংসা করেছেন।