ছেলেকে বিদায় দিয়ে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা
jugantor
ছেলেকে বিদায় দিয়ে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা

  বিনোদন ডেস্ক  

২৯ জানুয়ারি ২০২৩, ০০:১৫:৩৩  |  অনলাইন সংস্করণ

ছেলেকে ছাড়তে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন বলিউডের একসময়ের চর্চিত দম্পতি আরবাজ-মালাইকা। সেখানেই একে অপরকে আলিঙ্গন করেছেন।

ছেলেকে বিদায় জানাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যাওয়া ঘনিষ্ঠ সেই মুহূর্ত ছড়িয়েও পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ছেলে আরহানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। মালাইকা পরেছিলেন কালো-সাদা চেকের একটি ওভারকোট আর আরবাজ সাদা শার্টির সাথে পরেছিলেন ব্লু জিন্স।

বিমানবন্দর চত্বরে ঢোকার আগেই মা-বাবাকে জড়িয়ে ধরেন আরহান। তারপর সে ফ্লাইট ধরতে চলে গেলে যার যার গাড়িতে উঠার আগে একে অন্যেকে আলিঙ্গন করে বিদায় জানান মালাইকা ও আরবাজ।

১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন আগেই। দুজন আলাদা হয়ে গেলেও মা-বাবা হিসেবে ছেলের দায়িত্ব পালন করছেন যৌথভাবেই।

দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। মাঝেমধ্যে যেটুকু দেখা সাক্ষাৎ হয় তা শুধু ছেলে আরহানের কল্যাণেই।

মালাইকা এখন অর্জুন কাপুরের বাহুডোরে অন্যদিকে আরবাজও সম্পর্কে রয়েছেন গ্যাব্রিয়েলার সঙ্গে। দুজনই তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

ছেলেকে বিদায় দিয়ে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা

 বিনোদন ডেস্ক 
২৯ জানুয়ারি ২০২৩, ১২:১৫ এএম  |  অনলাইন সংস্করণ

ছেলেকে ছাড়তে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন বলিউডের একসময়ের চর্চিত দম্পতি আরবাজ-মালাইকা। সেখানেই একে অপরকে আলিঙ্গন করেছেন।

ছেলেকে বিদায় জানাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যাওয়া ঘনিষ্ঠ সেই মুহূর্ত ছড়িয়েও পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ছেলে আরহানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। মালাইকা পরেছিলেন কালো-সাদা চেকের একটি ওভারকোট আর আরবাজ সাদা শার্টির সাথে পরেছিলেন ব্লু জিন্স।

বিমানবন্দর চত্বরে ঢোকার আগেই মা-বাবাকে জড়িয়ে ধরেন আরহান। তারপর সে ফ্লাইট ধরতে চলে গেলে যার যার গাড়িতে উঠার আগে একে অন্যেকে আলিঙ্গন করে বিদায় জানান মালাইকা ও আরবাজ।

১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন আগেই। দুজন আলাদা হয়ে গেলেও মা-বাবা হিসেবে ছেলের দায়িত্ব পালন করছেন যৌথভাবেই।

দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। মাঝেমধ্যে যেটুকু দেখা সাক্ষাৎ হয় তা শুধু ছেলে আরহানের কল্যাণেই। 

মালাইকা এখন অর্জুন কাপুরের বাহুডোরে অন্যদিকে আরবাজও সম্পর্কে রয়েছেন গ্যাব্রিয়েলার সঙ্গে। দুজনই তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন