নীরবেই দেশে ফিরলেন শাকিব

 বিনোদন ডেস্ক 
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম  |  অনলাইন সংস্করণ

গত ১৪ জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুবাই গিয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। সেখান থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এ সফরে দুই সপ্তাহের মতো দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ১ ফেব্রুয়ারিতে পা রাখেন ঢাকায়। 

অথচ এর আগে নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন। সেই সময় বিমানবন্দরে তাকে বরণ করতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। এ নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু এবার বিমানবন্দরে ভিড় ছাড়াই অনেকটা নীরবেই দেশে ফিরলেন এই নায়ক।

এদিন ফেসবুক ভেরিফায়েড পেজে চলন্ত গাড়ির ভেতর থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেন ঢালিউড সুপারস্টার। জানান, ‘বাড়ি ফিরছেন তিনি।’

এর আগে দেশে ফেরার সময় নানা আয়োজন থাকলেও এবার কোনো আয়োজন নেই। আগেরবার দেশে ফিরেই অভিনেতা ঘোষণা দিয়েছিলেন, ধামাকা কিছু নিয়ে হাজির হবেন। অনেকগুলো সুখবর দেবেন। তবে মাত্র কয়েক মাসের অবস্থানে দু-একটি সিনেমার কাজ সম্পন্ন করা ছাড়া কিছুই করতে দেখা যায়নি তাকে।

শাকিব অভিনীত ‘আগুন’, ‘অন্তরাত্মা’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা তিনটি এখন মুক্তির অপেক্ষায়। আগামীতে ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি সিনেমা শুরু করবেন এই তারকা।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন