আমি সুশান্ত হতে চাই না, রাখিকে বার্তা আদিলের
বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৫:০০ | অনলাইন সংস্করণ
বলিউডের ড্রামা কুইনখ্যাত রাখি সাওয়ান্ত ও আদিল খান দুরানি ভালোবেসে গত বছরের ২ জুলাই বিয়ে করেন। আদিলকে ভালোবেসে ধর্ম ও নিজের নামও পরিবর্তন করেন রাখি। তবে ৮ মাস না পেরোতেই বিয়ে ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন রাখি। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন আদিলের বিরুদ্ধে। এবার সেই অভিযোগের পালটা জবাব দিলেন আদিল খান দুরানি।
বলিউডে ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি। সদ্য প্রয়াত হয়েছেন তার মা। সেই সময় তার পাশে সর্বক্ষণ দেখা মিলেছিল স্বামী আদিল খান দুরানির। যদিও এসবের মধ্যেই বিয়ে ভাঙতে বসার ইঙ্গিত দেন রাখি।
রাখির সতর্কতার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা পোস্ট করেছেন আদিল। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আদিল লেখেন- আমি কোনো নারীর পেছনে কথা বলছি মানে, এটা আমার ভুল, এটা সত্যি নয়। এটা শুধুমাত্র আমি আমার ধর্মকে সম্মান করি এবং নারীদের সম্মান করতে শিখেছি তাই।
আদিল আরও যোগ করেন, যেদিন আমি আমার মুখ খুলব, সেদিন আর কারও কথা বলার কিছু থাকবে না। এমনকি ও (রাখি সাওয়ান্ত) আমার সঙ্গে কী কী করছে, কী কী বলছে, তা নিয়েও ও মুখ খুলতে পারবে না। তাই তো আজ সে বারবার সংবাদমাধ্যমের সামনে এসে লোকেদের বলছে যে, আদিল খারাপ, খারাপ, খারাপ।
এ প্রসঙ্গে আদিল লেখেন- ও যেভাবে আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে, তা আমার জন্য মারাত্মক। শুধু এটুকুই বলতে চাই, আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না।
বলিউডের এই তারকা বলেন, আমার মতো একজন ছেলে যে ওর পাশে দাঁড়িয়েছে। ওর লাইফস্টাইল বদলে দিয়েছে, ওর পক্ষে এটা বলা খুবই সহজ যে, মুম্বাইতে আমি এক টাকাও নিয়ে আসিনি। বাহ! অসাধারণ। খুব ভালো পরিকল্পনা; কিন্তু এতটাও বুদ্ধিমানের মতো পরিকল্পনা নয়।
আদিল-রাখির কাদা ছোড়াছুড়ি অব্যাহত রয়েছে। রাখি দিনকয়েক আগেই মিডিয়াকে বলেছেন, আদিলকে নিয়ে যেন আর কোনো খবর না করেন তারা। মাত্র কয়েকদিন আগেই জিম থেকে বেরিয়ে স্বামী আদিল দুরানি সম্পর্কে মিডিয়ার সামনে বিস্ফোরক মন্তব্য করেন রাখি।
কিছুদিন আগে পাপারাজ্জির সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। অভিযোগ ছিল, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তার বর। রাখি স্পষ্ট করে দেন, ৮ মাসের বিয়েতে ৩টি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে আদিল। এবার মিডিয়ার সামনেই সাবধান করে দেন তার বর ও বরের বান্ধবীকে। সঙ্গে জানিয়ে দেন এবার আর তিনি চুপ থাকবেন না।
সঙ্গে রাখিকে বলতে শোনা যায়, আদিল যদি এই সম্পর্ক শেষ করে ফিরে আসে তার কাছে, তাহলে তিনি ক্ষমা করতে প্রস্তুত আছেন। রাখি এরপর বলে ওঠেন, বিগ বস মারাঠির ঘরে তিনি যখন ছিলেন গত বছর, তখনই এসব শুরু হয়।
নাম না প্রকাশ করে এরপর রাখি যোগ করেন, মহিলাটি তার স্বামীকে ব্ল্যাকমেইল করছিল, এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। সঙ্গে রাখির দাবি এই মেয়েটির কারণেই নাকি নিজেদের বিয়ে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন।
এদিকে গত মাসে রাখি-আদিল ঘোষণা করেছিলেন তারা বিয়ে করেছেন। এই জল কতদূর গড়াবে, প্রশ্ন অনুরাগীদের মনে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমি সুশান্ত হতে চাই না, রাখিকে বার্তা আদিলের
বলিউডের ড্রামা কুইনখ্যাত রাখি সাওয়ান্ত ও আদিল খান দুরানি ভালোবেসে গত বছরের ২ জুলাই বিয়ে করেন। আদিলকে ভালোবেসে ধর্ম ও নিজের নামও পরিবর্তন করেন রাখি। তবে ৮ মাস না পেরোতেই বিয়ে ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন রাখি। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন আদিলের বিরুদ্ধে। এবার সেই অভিযোগের পালটা জবাব দিলেন আদিল খান দুরানি।
বলিউডে ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি। সদ্য প্রয়াত হয়েছেন তার মা। সেই সময় তার পাশে সর্বক্ষণ দেখা মিলেছিল স্বামী আদিল খান দুরানির। যদিও এসবের মধ্যেই বিয়ে ভাঙতে বসার ইঙ্গিত দেন রাখি।
রাখির সতর্কতার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা পোস্ট করেছেন আদিল। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আদিল লেখেন- আমি কোনো নারীর পেছনে কথা বলছি মানে, এটা আমার ভুল, এটা সত্যি নয়। এটা শুধুমাত্র আমি আমার ধর্মকে সম্মান করি এবং নারীদের সম্মান করতে শিখেছি তাই।
আদিল আরও যোগ করেন, যেদিন আমি আমার মুখ খুলব, সেদিন আর কারও কথা বলার কিছু থাকবে না। এমনকি ও (রাখি সাওয়ান্ত) আমার সঙ্গে কী কী করছে, কী কী বলছে, তা নিয়েও ও মুখ খুলতে পারবে না। তাই তো আজ সে বারবার সংবাদমাধ্যমের সামনে এসে লোকেদের বলছে যে, আদিল খারাপ, খারাপ, খারাপ।
এ প্রসঙ্গে আদিল লেখেন- ও যেভাবে আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে, তা আমার জন্য মারাত্মক। শুধু এটুকুই বলতে চাই, আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না।
বলিউডের এই তারকা বলেন, আমার মতো একজন ছেলে যে ওর পাশে দাঁড়িয়েছে। ওর লাইফস্টাইল বদলে দিয়েছে, ওর পক্ষে এটা বলা খুবই সহজ যে, মুম্বাইতে আমি এক টাকাও নিয়ে আসিনি। বাহ! অসাধারণ। খুব ভালো পরিকল্পনা; কিন্তু এতটাও বুদ্ধিমানের মতো পরিকল্পনা নয়।
আদিল-রাখির কাদা ছোড়াছুড়ি অব্যাহত রয়েছে। রাখি দিনকয়েক আগেই মিডিয়াকে বলেছেন, আদিলকে নিয়ে যেন আর কোনো খবর না করেন তারা। মাত্র কয়েকদিন আগেই জিম থেকে বেরিয়ে স্বামী আদিল দুরানি সম্পর্কে মিডিয়ার সামনে বিস্ফোরক মন্তব্য করেন রাখি।
কিছুদিন আগে পাপারাজ্জির সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। অভিযোগ ছিল, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তার বর। রাখি স্পষ্ট করে দেন, ৮ মাসের বিয়েতে ৩টি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে আদিল। এবার মিডিয়ার সামনেই সাবধান করে দেন তার বর ও বরের বান্ধবীকে। সঙ্গে জানিয়ে দেন এবার আর তিনি চুপ থাকবেন না।
সঙ্গে রাখিকে বলতে শোনা যায়, আদিল যদি এই সম্পর্ক শেষ করে ফিরে আসে তার কাছে, তাহলে তিনি ক্ষমা করতে প্রস্তুত আছেন। রাখি এরপর বলে ওঠেন, বিগ বস মারাঠির ঘরে তিনি যখন ছিলেন গত বছর, তখনই এসব শুরু হয়।
নাম না প্রকাশ করে এরপর রাখি যোগ করেন, মহিলাটি তার স্বামীকে ব্ল্যাকমেইল করছিল, এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। সঙ্গে রাখির দাবি এই মেয়েটির কারণেই নাকি নিজেদের বিয়ে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন।
এদিকে গত মাসে রাখি-আদিল ঘোষণা করেছিলেন তারা বিয়ে করেছেন। এই জল কতদূর গড়াবে, প্রশ্ন অনুরাগীদের মনে।