বিয়ের আগেই কিয়ারাকে নিয়ে একি মন্তব্য করলেন সিদ্ধার্থ!
jugantor
বিয়ের আগেই কিয়ারাকে নিয়ে একি মন্তব্য করলেন সিদ্ধার্থ!

  বিনোদন ডেস্ক  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫১:৩৬  |  অনলাইন সংস্করণ

বলিউডজুড়ে সিনেমা পাঠান নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে বলিউড মেতেছে কিয়ারা আর সিদ্ধার্থের বিয়ে নিয়ে। তারকা জুটির জয়সলমেরে ধুমধাম করেই বিয়ে হবে, যার উৎসব শুরু হয়েছে ৪ তারিখ থেকেই। এর মাঝেই চর্চায় বর-কনের নানা গল্প। ৬ ফেব্রুয়ারি চার হাত এক হবে সিড-কিয়ারার। সেই খবর মাস দুই আগেই প্রকাশ্যে এসেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালেই জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছেন কিয়ার আদভানি পরিবারের সদস্যরা। ঠিক সময় মতোই তারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পৌঁছে যান। সিদ্ধার্থও এদিন তার দিল্লির বাড়ি থেকে জয়সলমেরের উদ্দেশে রওনা দেন। গাঁটছড়া বাধবেন দুজন, কিন্তু সম্পর্কে জুড়বেন দুই বাড়ির সবাই। মেয়েকে অনেক আদরে বড় করেছেন, এবার তার অন্য ঘরে যাওয়ার পালা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার কিছু বিষয় তার ভালো লাগে না। কী সেগুলো? সবাইকে অবাক করে সিদ্ধার্থকে বলতে শোনা যায়, কিয়ারা অভিনীত একটা চরিত্রও ভালো নয়। প্রত্যেকটা সিনেমায় ও কাঁদছে। চোখে জল ছাড়া কোনো চরিত্রে দেখিনি ওকে। এটা খুবই বিরক্তিকর বলে মনে হয় আমার।

সদ্য ‘মিশন মজনু’তে রশ্মিকা মান্দানার বিপরীতে দেখা গেছে সিদ্ধার্থকে। এরপর ‘যোদ্ধা’ ছবি এবং ওটিটির প্রথম কাজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে নায়ককে।

বিয়ের আগেই কিয়ারাকে নিয়ে একি মন্তব্য করলেন সিদ্ধার্থ!

 বিনোদন ডেস্ক 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম  |  অনলাইন সংস্করণ

বলিউডজুড়ে সিনেমা পাঠান নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে বলিউড মেতেছে কিয়ারা আর সিদ্ধার্থের বিয়ে নিয়ে। তারকা জুটির জয়সলমেরে ধুমধাম করেই বিয়ে হবে, যার উৎসব শুরু হয়েছে ৪ তারিখ থেকেই। এর মাঝেই চর্চায় বর-কনের নানা গল্প। ৬ ফেব্রুয়ারি চার হাত এক হবে সিড-কিয়ারার। সেই খবর মাস দুই আগেই প্রকাশ্যে এসেছে। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালেই জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছেন কিয়ার আদভানি পরিবারের সদস্যরা। ঠিক সময় মতোই তারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পৌঁছে যান। সিদ্ধার্থও এদিন তার দিল্লির বাড়ি থেকে জয়সলমেরের উদ্দেশে রওনা দেন। গাঁটছড়া বাধবেন দুজন, কিন্তু সম্পর্কে জুড়বেন দুই বাড়ির সবাই। মেয়েকে অনেক আদরে বড় করেছেন, এবার তার অন্য ঘরে যাওয়ার পালা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার কিছু বিষয় তার ভালো লাগে না। কী সেগুলো? সবাইকে অবাক করে সিদ্ধার্থকে বলতে শোনা যায়, কিয়ারা অভিনীত একটা চরিত্রও ভালো নয়। প্রত্যেকটা সিনেমায় ও কাঁদছে। চোখে জল ছাড়া কোনো চরিত্রে দেখিনি ওকে। এটা খুবই বিরক্তিকর বলে মনে হয় আমার।

সদ্য ‘মিশন মজনু’তে রশ্মিকা মান্দানার বিপরীতে দেখা গেছে সিদ্ধার্থকে। এরপর ‘যোদ্ধা’ ছবি এবং ওটিটির প্রথম কাজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে নায়ককে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন