হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’
jugantor
হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’

  বিনোদন ডেস্ক  

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯:৩২  |  অনলাইন সংস্করণ

বইমেলায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেতের লেখা বই নিয়মিত প্রকাশ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের বইয়ের নাম ‘আবেগ যখন বিবেকহীন’। সাধারণত তিনি তার লেখায় সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করেন।

পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন। তার এবারের গ্রন্থেও এসব বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন বই প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘‘আবেগ ও বিবেকের মধ্যে পার্থক্য হলো, বিবেক উচিত-অনুচিত, ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

আর আবেগ ভাবাবেগে কাজ করে। আবেগের বেগ বেশি হলে মানুষ ভুল করে বসে, বিবেকও কাজ করে না। ফলে মানুষ হয়ে পড়ে বিবেকহীন। আমাদের মনে রাখা প্রয়োজন, দেখার চোখই শুধু চোখ নয়। বিবেকেরও চোখ আছে। কিন্তু আমরা অনেকেই চোখ থাকতেও অন্ধ। যে কারণে অসংগতি, দুর্গতি, ভোগান্তি এবং অশান্তি লেগেই থাকে। কারণ বিবেকহীন মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখা কলাম এবং গ্রিস ও আমেরিকার মিনেসোটা রাজ্যে আমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে ‘আবেগ যখন বিবেকহীন’ গ্রন্থটি।”

বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। এছাড়া এবারের বইমেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ‘হানিফ সংকেত রচনাসমগ্র-১’। ১৯৯৬ সাল থেকে ২০০৪ পর্যন্ত হানিফ সংকেত রচিত কয়েকটি গ্রন্থের সংকলনে প্রকাশিত হবে এ রচনা সমগ্র। উল্লেখ্য, ইতঃপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের ওপর হানিফ সংকেতের প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’

 বিনোদন ডেস্ক 
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ এএম  |  অনলাইন সংস্করণ

বইমেলায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেতের লেখা বই নিয়মিত প্রকাশ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের বইয়ের নাম ‘আবেগ যখন বিবেকহীন’। সাধারণত তিনি তার লেখায় সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করেন। 

পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন। তার এবারের গ্রন্থেও এসব বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন বই প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘‘আবেগ ও বিবেকের মধ্যে পার্থক্য হলো, বিবেক উচিত-অনুচিত, ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। 

আর আবেগ ভাবাবেগে কাজ করে। আবেগের বেগ বেশি হলে মানুষ ভুল করে বসে, বিবেকও কাজ করে না। ফলে মানুষ হয়ে পড়ে বিবেকহীন। আমাদের মনে রাখা প্রয়োজন, দেখার চোখই শুধু চোখ নয়। বিবেকেরও চোখ আছে। কিন্তু আমরা অনেকেই চোখ থাকতেও অন্ধ। যে কারণে অসংগতি, দুর্গতি, ভোগান্তি এবং অশান্তি লেগেই থাকে। কারণ বিবেকহীন মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখা কলাম এবং গ্রিস ও আমেরিকার মিনেসোটা রাজ্যে আমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে ‘আবেগ যখন বিবেকহীন’ গ্রন্থটি।” 

বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। এছাড়া এবারের বইমেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ‘হানিফ সংকেত রচনাসমগ্র-১’। ১৯৯৬ সাল থেকে ২০০৪ পর্যন্ত হানিফ সংকেত রচিত কয়েকটি গ্রন্থের সংকলনে প্রকাশিত হবে এ রচনা সমগ্র। উল্লেখ্য, ইতঃপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের ওপর হানিফ সংকেতের প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বইমেলা-২০২৩

২৫ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ফেব্রুয়ারি, ২০২৩