সুখবর দিলেন ইমরান
ভক্তদের সুখবর দিলেন সঙ্গীতশিল্পী ইমরান। শ্রোতাদের জন্য নতুন তিনটি গান নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন।
সম্প্রতি তিনি তিনটি নতুন গান করেছেন। এগুলোর শিরোনাম ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’।
এর মধ্যে ‘মেঘের নৌকা’ গানটি ‘প্রহেলিকা’ সিনেমার। এটি লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ‘মন ময়ূরী’ গানটি সংগৃহীত। এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
প্রথম দুটি গানে ইমরানের সহশিল্পী কোনাল। দুটি গানই এরই মধ্যে ইউটিবে প্রকাশ হয়েছে। অন্যদিকে ‘একাকী’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন দোলান মৈনাক্ক। এটি কলকাতার ‘ডাল বাটি চুরমা’ নামে একটি সিনেমার গান।
ইমরান মাহমুদুল বলেন, ‘তিনটি গানই তিন রকমের। সব শ্রেণির শ্রোতা-দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। শ্রোতা-দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের ইমরান। এ ভালোবাসা নিয়েই আরও বহুদূর এগিয়ে যেতে চাই।’ বর্তমানে এ শিল্পী স্টেজ শো নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। শিগ্গির দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুখবর দিলেন ইমরান
ভক্তদের সুখবর দিলেন সঙ্গীতশিল্পী ইমরান। শ্রোতাদের জন্য নতুন তিনটি গান নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন।
সম্প্রতি তিনি তিনটি নতুন গান করেছেন। এগুলোর শিরোনাম ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’।
এর মধ্যে ‘মেঘের নৌকা’ গানটি ‘প্রহেলিকা’ সিনেমার। এটি লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ‘মন ময়ূরী’ গানটি সংগৃহীত। এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
প্রথম দুটি গানে ইমরানের সহশিল্পী কোনাল। দুটি গানই এরই মধ্যে ইউটিবে প্রকাশ হয়েছে। অন্যদিকে ‘একাকী’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন দোলান মৈনাক্ক। এটি কলকাতার ‘ডাল বাটি চুরমা’ নামে একটি সিনেমার গান।
ইমরান মাহমুদুল বলেন, ‘তিনটি গানই তিন রকমের। সব শ্রেণির শ্রোতা-দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। শ্রোতা-দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের ইমরান। এ ভালোবাসা নিয়েই আরও বহুদূর এগিয়ে যেতে চাই।’ বর্তমানে এ শিল্পী স্টেজ শো নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। শিগ্গির দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।