স্বামীর গায়ে হাত তোলা নিয়ে মুখ খুললেন রাখি
বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৩:৩৬ | অনলাইন সংস্করণ
রাখি সাওয়ান্ত তাকে রীতিমতো মারধর করেন- এমন অভিযোগ বলিউড অভিনেতা আদিল দুরানীর। তবে লাইভে এসে সব অভিযোগের জবাব দিলেন রাখি।
রোববার রাখি জানান, ফিরে এসেছেন তার স্বামী। আনন্দে আত্মহারা তিনি। এরপর আর কোনো সমস্যা হবে না। ক্যামেরার সামনে দাবি করে উচ্ছ্বসিত বলিউড তারকা। কিন্তু এ ঘটনার কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের লাইভে আসেন এই ‘ড্রামা কুইন’। স্বামী আদিল দুরানীর করা অভিযোগ যে ভিত্তিহীন, সেটাই জানালেন লাইভে।
সাংসারিক অশান্তি নিয়ে এর আগেও বহুবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি। স্বামীর পরকীয়ার কথা নিজেই জানান রাখি। এছাড়াও একাধিক অভিযোগ আনেন রাখির আদিলের বিরুদ্ধে।
পাল্টা মুখ খোলেন রাখির স্বামী। বললেন, রাখি তাকে মারধর করেন, ইচ্ছাকৃত তাকে ও তার পরিবারকে বদনাম করার চেষ্টা করছে। কারণ ওর হাতে ক্ষমতা রয়েছে ও যা খুশি করতে পারে। রাখি-আদিলের দাম্পত্য কলহের মাঝে উঠে এসেছে সালমান খানের নামও। আদিলের দাবি, সালমান খানের নাম নিয়ে নাকি তাকে অহরহ হুমকি দেন রাখি।
লাইভে এসে কাঁদতে কাঁদতে রাখি জানান, সালমান খানের নাম নিয়ে আদিলকে হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, স্বামী আদিলের শরীরে তিনি দেখেছেন লভ বাইটের দাগ। অসহায় রাখি জানতে চান, এমন পরিস্থিতিতে কী করবেন একজন নারী? শুধু তাই নয়, আদিলের গায়ে হাত তোলার অভিযোগের দাবিতে রাখি বলেন, কে কাকে মারে তার প্রমাণ আছে! তবে এখনই সবটা প্রকাশ্যে আনতে নারাজ রাখি। পাশপাশি এটাও জানান, আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই তার।
রাখি-আদিলের সম্পর্কের এই টানাপোড়েন পুরো বিষয়টাই নাকি একটা সিরিজ- কটাক্ষ করছেন অনেকেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বামীর গায়ে হাত তোলা নিয়ে মুখ খুললেন রাখি
রাখি সাওয়ান্ত তাকে রীতিমতো মারধর করেন- এমন অভিযোগ বলিউড অভিনেতা আদিল দুরানীর। তবে লাইভে এসে সব অভিযোগের জবাব দিলেন রাখি।
রোববার রাখি জানান, ফিরে এসেছেন তার স্বামী। আনন্দে আত্মহারা তিনি। এরপর আর কোনো সমস্যা হবে না। ক্যামেরার সামনে দাবি করে উচ্ছ্বসিত বলিউড তারকা। কিন্তু এ ঘটনার কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের লাইভে আসেন এই ‘ড্রামা কুইন’। স্বামী আদিল দুরানীর করা অভিযোগ যে ভিত্তিহীন, সেটাই জানালেন লাইভে।
সাংসারিক অশান্তি নিয়ে এর আগেও বহুবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি। স্বামীর পরকীয়ার কথা নিজেই জানান রাখি। এছাড়াও একাধিক অভিযোগ আনেন রাখির আদিলের বিরুদ্ধে।
পাল্টা মুখ খোলেন রাখির স্বামী। বললেন, রাখি তাকে মারধর করেন, ইচ্ছাকৃত তাকে ও তার পরিবারকে বদনাম করার চেষ্টা করছে। কারণ ওর হাতে ক্ষমতা রয়েছে ও যা খুশি করতে পারে। রাখি-আদিলের দাম্পত্য কলহের মাঝে উঠে এসেছে সালমান খানের নামও। আদিলের দাবি, সালমান খানের নাম নিয়ে নাকি তাকে অহরহ হুমকি দেন রাখি।
লাইভে এসে কাঁদতে কাঁদতে রাখি জানান, সালমান খানের নাম নিয়ে আদিলকে হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, স্বামী আদিলের শরীরে তিনি দেখেছেন লভ বাইটের দাগ। অসহায় রাখি জানতে চান, এমন পরিস্থিতিতে কী করবেন একজন নারী? শুধু তাই নয়, আদিলের গায়ে হাত তোলার অভিযোগের দাবিতে রাখি বলেন, কে কাকে মারে তার প্রমাণ আছে! তবে এখনই সবটা প্রকাশ্যে আনতে নারাজ রাখি। পাশপাশি এটাও জানান, আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই তার।
রাখি-আদিলের সম্পর্কের এই টানাপোড়েন পুরো বিষয়টাই নাকি একটা সিরিজ- কটাক্ষ করছেন অনেকেই।