নিজের লেখা নাটকে স্ত্রীকে নিয়ে অভিনয় করলেন মোশাররফ
বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১০:৩৬:২০ | অনলাইন সংস্করণ
বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের ফাঁকে অবসর পেলে লেখালেখিও করেন তিনি। সম্প্রতি এ অভিনেতা একটি নাটক লিখেছেন। নাটকটিতে স্ত্রী জুঁইকে সঙ্গে নিয়ে তিনি অভিনয়ও করেছেন।
নাটকটির নাম ‘সরি ২’। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। একজন স্ত্রীর রান্না করতে কতটা কষ্ট করতে হয় সে উপলব্ধি নিয়েই এ নাটকের গল্প। এরইমধ্যে নাটকটি প্রচারও হয়েছে। প্রচারের পর এটি বেশ প্রশংসিত হয়।
এ নাটক রচনা ও অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে একটি শিক্ষনীয় বিষয় আছে। ভালো লাগা থেকেই কাজটি করা। আমি মনে করে এ নাটকের মতো সব মানুষের শিক্ষা নেয়া উচিত। আমার বিশ্বাস এটি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। দিন যত অতিবাহিত হবে নাটকের গল্পের জন্য দর্শকদের আগ্রহ তত বাড়বে।’
এদিকে মোশাররফ করিম অভিনীত একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এ অভিনেতা ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজের লেখা নাটকে স্ত্রীকে নিয়ে অভিনয় করলেন মোশাররফ
বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের ফাঁকে অবসর পেলে লেখালেখিও করেন তিনি। সম্প্রতি এ অভিনেতা একটি নাটক লিখেছেন। নাটকটিতে স্ত্রী জুঁইকে সঙ্গে নিয়ে তিনি অভিনয়ও করেছেন।
নাটকটির নাম ‘সরি ২’। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। একজন স্ত্রীর রান্না করতে কতটা কষ্ট করতে হয় সে উপলব্ধি নিয়েই এ নাটকের গল্প। এরইমধ্যে নাটকটি প্রচারও হয়েছে। প্রচারের পর এটি বেশ প্রশংসিত হয়।
এ নাটক রচনা ও অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে একটি শিক্ষনীয় বিষয় আছে। ভালো লাগা থেকেই কাজটি করা। আমি মনে করে এ নাটকের মতো সব মানুষের শিক্ষা নেয়া উচিত। আমার বিশ্বাস এটি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। দিন যত অতিবাহিত হবে নাটকের গল্পের জন্য দর্শকদের আগ্রহ তত বাড়বে।’
এদিকে মোশাররফ করিম অভিনীত একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এ অভিনেতা ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।