এটি হৃদয় খানের উদ্যোগেই হয়েছে: হাবিব ওয়াহিদ
jugantor
এটি হৃদয় খানের উদ্যোগেই হয়েছে: হাবিব ওয়াহিদ

  বিনোদন ডেস্ক  

১৯ মার্চ ২০২৩, ১৫:১৩:৩৫  |  অনলাইন সংস্করণ

ভিন্ন ধারার সংগীতায়োজনের জন্য প্রশংসিত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ইদানীং ইউটিউবে নিজের চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* সম্প্রতি হৃদয় খানের সঙ্গে আড্ডাবিষয়ক একটি ভিডিও প্রকাশ হয়েছে। এটি কি পূর্বপরিকল্পিত?

** পূর্বপরিকল্পিত, বিষয়টি এমন নয়। এরকম আড্ডা প্রায়ই দেই। পুরোনো বিষয়টিই নতুন করে করা। এইচকে প্রোডাকশন নামে একটি ইউটিউব চ্যানেলে হৃদয় আর আমি আড্ডা দিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটি হৃদয়ের উদ্যোগেই হয়েছে। ভালোই লেগেছে।

* এ আড্ডাগুলো তো সংগীতের জন্য উপকারী...

** অবশ্যই। এখন তো শিল্পীদের বসাই হয় না। যেহেতু স্ট্রিমে বসা যায়, তাই আড্ডা হতেই পারে। সেটি লাইভ কিংবা আর রেকর্ডে-যাই হোক না কেন। এগুলো আমাদের জন্য ভালোই। এসব আড্ডায় আলোচনায় অনেক কিছুই উঠে আসে। অনেক কিছু জানতে পারি, জানাতে পারি। সে জন্যই হৃদয়ের অনুরোধে মোটামুটি ভালো সময়ই পার করেছি। আমার কাছে ভালো লেগেছে।

* হৃদয় খানের মতো আপনারও কী এ ধরনের আড্ডা আয়োজনের ইচ্ছা আছে?

** আসলে এমন প্রোগ্রাম পুরোনো। এমন না যে নতুন কিছু আছে। হৃদয় একটি রেডিও প্রোগ্রাম করত, সেখানেও আমি গিয়েছি। আমি এমন করব কি না তা ভাবছি না এখন। যুগ পরিবর্তন হচ্ছে। দর্শক শ্রোতা ও শিল্পীদের চাহিদাও পরিবর্তন হচ্ছে। কখন কি করব তা আগেই বলা যাচ্ছে না।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** মিউজিক নিয়েই আমার ব্যস্ততা। ‘প্রেমে পড়া মন’ নামে একটি গান প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে। এ গানে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অন্তরা। খুব ভালো করেছে সে। এর আগে ‘হাওয়া বদলায়’ ও ‘সিঁড়ি’ নামে দুটি গানের অডিও প্রকাশ করেছি। দুটি গানের প্রতি দর্শকদের আগ্রহ ভালো দেখছি। আশা করছি দিন যত অতিবাহিত হবে গান দুটির প্রতি দর্শকদের আগ্রহ আর বাড়বে। অন্যদিকে স্টেজ শোও করি, তবে এটি খুব বেশি নয়।

* নিজের প্লাটফর্মে কাজটা কি ইচ্ছা করেই করছেন?

** ইচ্ছা বলতে আমার ভালো লাগে। নিজের চ্যানেলে নিজের কাজ করা। নিজের পছন্দ মতো কোনো কাজ করতে বাধা থাকে না। মন চাইলে যে গানটি নিয়ে কাজ করব সেটি নিয়েই শুরু করে দিলাম। আমি খুব কমফোর্ট ফিল করি নিজের মতো করে কাজ করতে। ভালোও লাগছে, আবার প্রেরণাও পাচ্ছি।

* আপনি কী দীর্ঘ পরিকল্পনা ও অনেক সময় নিয়ে কাজ করেন?

** আমি আমার মতো কাজ করতে চাই। শুরু থেকেই আমি তাড়াহুড়াতে বিশ্বাসী ছিলাম না। এখনো নই। আমি মনে করি সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করলে এটির স্থায়ীত্ব অনেক হয়। আমি পরিকল্পনা করে সময় নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনের দিনগুলোয়ও তাই করে যাব।

* আজকাল অন্য প্রযোজনা কোম্পানিতে গান করেন না। এর কারণ কী?

** করি না তা নয়। তবে আমার ভালো লাগলে করি। আমার পছন্দ ও মান দেখে কাজ করি। আর আমি এখন অন্যের সুর ও মিউজিকে কণ্ঠ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, আমার খুব ভালোও লাগে। আসলে অন্যের কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তবে কাজ পছন্দ না হলে করি না, করবও না। ভালো কাজ খুব কম করলেও তৃপ্তি পাওয়া যায়।

* নিজের চ্যানেলে যে গান প্রকাশ করেন, অনেক সময় ভিউ কম হয়। এর জন্য কী মন খারাপ হয়?

** অবশ্যই না। মন খারাপ কেন হবে! গান যখন ভালো হবে দর্শক দেখবেই। আজ না দেখে বা না শুনে কয়েকদিন পর বা কয়েক মাস পর শুনবে। আমার কাজ হচ্ছে গান তৈরি করা। আমি তাই করে যাচ্ছি। মনকে তৃপ্তি দিতেই আমি কাজ করি। তাই ভিউ নিয়ে আমি ভাবি না।

এটি হৃদয় খানের উদ্যোগেই হয়েছে: হাবিব ওয়াহিদ

 বিনোদন ডেস্ক 
১৯ মার্চ ২০২৩, ০৩:১৩ পিএম  |  অনলাইন সংস্করণ

ভিন্ন ধারার সংগীতায়োজনের জন্য প্রশংসিত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ইদানীং ইউটিউবে নিজের চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* সম্প্রতি হৃদয় খানের সঙ্গে আড্ডাবিষয়ক একটি ভিডিও প্রকাশ হয়েছে। এটি কি পূর্বপরিকল্পিত?

** পূর্বপরিকল্পিত, বিষয়টি এমন নয়। এরকম আড্ডা প্রায়ই দেই। পুরোনো বিষয়টিই নতুন করে করা। এইচকে প্রোডাকশন নামে একটি ইউটিউব চ্যানেলে হৃদয় আর আমি আড্ডা দিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটি হৃদয়ের উদ্যোগেই হয়েছে। ভালোই লেগেছে।

* এ আড্ডাগুলো তো সংগীতের জন্য উপকারী...

** অবশ্যই। এখন তো শিল্পীদের বসাই হয় না। যেহেতু স্ট্রিমে বসা যায়, তাই আড্ডা হতেই পারে। সেটি লাইভ কিংবা আর রেকর্ডে-যাই হোক না কেন। এগুলো আমাদের জন্য ভালোই। এসব আড্ডায় আলোচনায় অনেক কিছুই উঠে আসে। অনেক কিছু জানতে পারি, জানাতে পারি। সে জন্যই হৃদয়ের অনুরোধে মোটামুটি ভালো সময়ই পার করেছি। আমার কাছে ভালো লেগেছে।

* হৃদয় খানের মতো আপনারও কী এ ধরনের আড্ডা আয়োজনের ইচ্ছা আছে?

** আসলে এমন প্রোগ্রাম পুরোনো। এমন না যে নতুন কিছু আছে। হৃদয় একটি রেডিও প্রোগ্রাম করত, সেখানেও আমি গিয়েছি। আমি এমন করব কি না তা ভাবছি না এখন। যুগ পরিবর্তন হচ্ছে। দর্শক শ্রোতা ও শিল্পীদের চাহিদাও পরিবর্তন হচ্ছে। কখন কি করব তা আগেই বলা যাচ্ছে না।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** মিউজিক নিয়েই আমার ব্যস্ততা। ‘প্রেমে পড়া মন’ নামে একটি গান প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে। এ গানে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অন্তরা। খুব ভালো করেছে সে। এর আগে ‘হাওয়া বদলায়’ ও ‘সিঁড়ি’ নামে দুটি গানের অডিও প্রকাশ করেছি। দুটি গানের প্রতি দর্শকদের আগ্রহ ভালো দেখছি। আশা করছি দিন যত অতিবাহিত হবে গান দুটির প্রতি দর্শকদের আগ্রহ আর বাড়বে। অন্যদিকে স্টেজ শোও করি, তবে এটি খুব বেশি নয়।

* নিজের প্লাটফর্মে কাজটা কি ইচ্ছা করেই করছেন?

** ইচ্ছা বলতে আমার ভালো লাগে। নিজের চ্যানেলে নিজের কাজ করা। নিজের পছন্দ মতো কোনো কাজ করতে বাধা থাকে না। মন চাইলে যে গানটি নিয়ে কাজ করব সেটি নিয়েই শুরু করে দিলাম। আমি খুব কমফোর্ট ফিল করি নিজের মতো করে কাজ করতে। ভালোও লাগছে, আবার প্রেরণাও পাচ্ছি।

* আপনি কী দীর্ঘ পরিকল্পনা ও অনেক সময় নিয়ে কাজ করেন?

** আমি আমার মতো কাজ করতে চাই। শুরু থেকেই আমি তাড়াহুড়াতে বিশ্বাসী ছিলাম না। এখনো নই। আমি মনে করি সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করলে এটির স্থায়ীত্ব অনেক হয়। আমি পরিকল্পনা করে সময় নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনের দিনগুলোয়ও তাই করে যাব।

* আজকাল অন্য প্রযোজনা কোম্পানিতে গান করেন না। এর কারণ কী?

** করি না তা নয়। তবে আমার ভালো লাগলে করি। আমার পছন্দ ও মান দেখে কাজ করি। আর আমি এখন অন্যের সুর ও মিউজিকে কণ্ঠ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, আমার খুব ভালোও লাগে। আসলে অন্যের কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তবে কাজ পছন্দ না হলে করি না, করবও না। ভালো কাজ খুব কম করলেও তৃপ্তি পাওয়া যায়।

* নিজের চ্যানেলে যে গান প্রকাশ করেন, অনেক সময় ভিউ কম হয়। এর জন্য কী মন খারাপ হয়?

** অবশ্যই না। মন খারাপ কেন হবে! গান যখন ভালো হবে দর্শক দেখবেই। আজ না দেখে বা না শুনে কয়েকদিন পর বা কয়েক মাস পর শুনবে। আমার কাজ হচ্ছে গান তৈরি করা। আমি তাই করে যাচ্ছি। মনকে তৃপ্তি দিতেই আমি কাজ করি। তাই ভিউ নিয়ে আমি ভাবি না।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন