রিলিজ হচ্ছে নাশিদ শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে ‘রমজান এলোরে’
jugantor
রিলিজ হচ্ছে নাশিদ শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে ‘রমজান এলোরে’

  মুহাম্মদুল্লাহ  

২১ মার্চ ২০২৩, ২১:৫৪:১২  |  অনলাইন সংস্করণ

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে রমজানের আগেই রিলিজ হচ্ছে রমজান বিষয়ক ইসলামিক গান ‘রমজান এলোরে।

গানের লিরিক লিখেছেন ইউসুফ আল হামিদ। সুর করেছেন এবং গেয়েছেন তাহসিনুল ইসলাম। ভিডিও ধারণ করেছেন এইচ আল হাদি। সাউন্ড ডিজাইনে ছিলেন খিজির মাহমুদ।

শিল্পী তাহসিনুল ইসলাম বলেন, রমজান বিষয়ে নতুন এই নাশিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Tahsinul Islam এ রমজানের আগেই রিলিজ হবে। গানটি শোনে দর্শক-শ্রোতাদের মতামত জানতে চেয়েছেন শিল্পী তাহসিনুল ইসলাম।


রিলিজ হচ্ছে নাশিদ শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে ‘রমজান এলোরে’

 মুহাম্মদুল্লাহ 
২১ মার্চ ২০২৩, ০৯:৫৪ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে রমজানের আগেই রিলিজ হচ্ছে রমজান বিষয়ক ইসলামিক গান ‘রমজান এলোরে। 

গানের লিরিক লিখেছেন ইউসুফ আল হামিদ। সুর করেছেন এবং গেয়েছেন তাহসিনুল ইসলাম। ভিডিও ধারণ করেছেন এইচ আল হাদি। সাউন্ড ডিজাইনে ছিলেন খিজির মাহমুদ। 

শিল্পী তাহসিনুল ইসলাম বলেন, রমজান বিষয়ে নতুন এই নাশিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Tahsinul Islam এ রমজানের আগেই রিলিজ হবে। গানটি শোনে দর্শক-শ্রোতাদের মতামত জানতে চেয়েছেন শিল্পী তাহসিনুল ইসলাম। 


 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন