বীরের জন্মদিনে কী উপহার দিলেন শাকিব খান
jugantor
বীরের জন্মদিনে কী উপহার দিলেন শাকিব খান

  যুগান্তর ডেস্ক  

২২ মার্চ ২০২৩, ১৪:৩৬:১৭  |  অনলাইন সংস্করণ

বাংলা চলচ্চিত্রের তারকা বুবলি ও শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সন্তানের প্রতি ভালোবাসা জানিয়েছেন শাকিব-বুবলি।

মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে বীরের জন্মদিন পালন করেছেন তারা।

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এ ছাড়া শাকিবের বাবা-মা, ভগ্নিপতি, বোনের ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।


বীরের জন্মদিনে কী উপহার দিলেন শাকিব খান

 যুগান্তর ডেস্ক 
২২ মার্চ ২০২৩, ০২:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

বাংলা চলচ্চিত্রের তারকা বুবলি ও শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সন্তানের প্রতি ভালোবাসা জানিয়েছেন শাকিব-বুবলি। 

মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে বীরের জন্মদিন পালন করেছেন তারা। 

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এ ছাড়া  শাকিবের বাবা-মা, ভগ্নিপতি, বোনের ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।


 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন