প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের ইচ্ছা আছে: মম
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জাকিয়া বারী মম। নিয়মিত অভিনয় করছেন নাটক ও সিনেমায়। ওটিটিতেও তার ব্যস্ততা রয়েছে। এরই মধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
** কাজ নিয়েই ব্যস্ত। শুটিং করতে হচ্ছে। সামনে বিশেষ দিনের কয়েকটি কাজ হাতে আছে। কিছুদিন আগে আবুল হায়াত আংকেলের ‘ওলট পালট’ নামে একটি নাটকের কাজ করেছি। বেশ ভালো লেগেছে। অন্যদিকে আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো নিয়েও প্রচারণার কাজ করছি। সামনে ঈদুল ফিতর। এ বিশেষ দিন নিয়েও কয়েকটি কাজ করেছি। ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিক্যুয়ালের কাজও শেষ হয়েছে। এটি ঈদে মুক্তি দেওয়া হবে।
* আপনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কেমন সাড়া পাচ্ছেন?
** খুব ভালো সাড়া পাচ্ছি। ‘ওরা ৭ জন’ ও ‘রেডিও’ নামের সিনেমা দুটি খুব বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে যতটুকু জেনেছি দর্শক আগ্রহ ভালোই দেখছি। মুক্তিযুদ্ধের গল্পে কাজ করতে বেশ ভালো লাগে আমার। মনে হয় যেন কিছু একটা করেছি। নিজের ভেতরের অনুভূতি বলে প্রকাশ করতে পারব না।
* সিনেমা দুটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
আমি এ সিনেমা দুটিতে কাজ করে ভীষণ তৃপ্ত। সত্যিই দীর্ঘ একটা সময় ‘ওরা ৭ জন’ সিনেমার টিমের সবাইকে অনেক শ্রম দিতে হয়েছে। ‘রেডিও’র বেলায়ও তাই। অনেক কষ্ট করতে হয়েছে। সিনেমার চরিত্র নিজের ভেতর লালন করা কঠিন একটি বিষয় ছিল। দর্শকের কাছে ভালো লাগাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমি বলব, মুক্তিযুদ্ধের সিনেমা মানেই সেই গৎবাঁধা গল্প নয়, এখন আর সে সময় নেই। প্রচলিত ইমেজকে মাথায় না রেখে খোলা মনে আমরা যেমন বই পড়ি, তেমনি খোলা মনে সিনেমাও দেখা উচিত। তাহলেই এটি আমরা যথাযথভাবে উপভোগ করতে পারব।
* নির্দিষ্ট কোনো চরিত্র আছে কী যাতে অভিনয় করতে চান?
** আমার কাছে অভিনয়ই মুখ্য। নির্মাতা আমাকে যে চরিত্র দেবেন আমি মনোযোগ দিয়ে সেই চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ভৌতিক চরিত্রে, ভিলেনের চরিত্রে কিংবা রোমান্টিক ঘরানার বিচিত্র চরিত্রে আমি অভিনয় করেছি। সোজা কথা আমাকে যে চরিত্র দেওয়া হবে সে চরিত্রে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটা সত্যি, আমার পছন্দের কিছু চরিত্র আছে যেগুলোতে অভিনয় করতে চাই। বিশেষ করে প্রধানমন্ত্রীর চরিত্রে। আমি অবাক হই আমাদের প্রধানমন্ত্রী কতটা পরিশ্রম করেন। কতটা দায়িত্ব তার কাঁধে। এমন চরিত্র নিয়ে কাজ করতে ইচ্ছা হয়। তাছাড়া প্রতিবাদী চরিত্রে অভিনয় করতেও আমার ভিষণ ভালো লাগে।
* নতুন কোনো সিনেমায় কাজের খবর আছে কি?
** নতুন সিনেমার কথাবার্তা চলছে। আমি আগে থেকে কিছু বলতে চাই না। আমার কাছে গল্পই মূল বিষয়। গল্প ভালো লাগলে আর সব কিছু চূড়ান্ত হলে সবাইকে জানাব। নতুন একটি প্রজেক্ট হাতে আছে। এটি নিয়েও ব্যস্ততা রয়েছে। অসাধারণ একটি গল্পে কাজ করতে যাচ্ছি। ভ্যালেন্টাইন ডে ও ঈদুল ফিতরের কাজ নিয়েও প্রস্তুতি নিচ্ছি।
* আপনি কি মনে করেন টেলিভশনের আবেদন কমে গেছে?
** এমনটা আমি মনে করি না। নতুন বিভিন্ন প্রচারমাধ্যম আসছে এসব মাধ্যমকে সাদরে গ্রহণ করা উচিত। আমিও তাই করছি। কিন্তু টেলিভিশনের আবেদন কমেছে বলে আমার মনে হয় না। ওয়েবেও আমাদের দর্শক আছেন, তাদের কথা চিন্তা করেই কাজ করছি। কিন্তু কোনো অংশে টেলিভিশনকে বাদ দিয়ে নয়। দর্শকদের কাছে টেলিভিশন নাটকের চাহিদা কমে গেলে তো নির্মাতারা নাটক বানাত না। এ বিষয়টিও মাথায় রাখতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের ইচ্ছা আছে: মম
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জাকিয়া বারী মম। নিয়মিত অভিনয় করছেন নাটক ও সিনেমায়। ওটিটিতেও তার ব্যস্ততা রয়েছে। এরই মধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
** কাজ নিয়েই ব্যস্ত। শুটিং করতে হচ্ছে। সামনে বিশেষ দিনের কয়েকটি কাজ হাতে আছে। কিছুদিন আগে আবুল হায়াত আংকেলের ‘ওলট পালট’ নামে একটি নাটকের কাজ করেছি। বেশ ভালো লেগেছে। অন্যদিকে আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো নিয়েও প্রচারণার কাজ করছি। সামনে ঈদুল ফিতর। এ বিশেষ দিন নিয়েও কয়েকটি কাজ করেছি। ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিক্যুয়ালের কাজও শেষ হয়েছে। এটি ঈদে মুক্তি দেওয়া হবে।
* আপনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কেমন সাড়া পাচ্ছেন?
** খুব ভালো সাড়া পাচ্ছি। ‘ওরা ৭ জন’ ও ‘রেডিও’ নামের সিনেমা দুটি খুব বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে যতটুকু জেনেছি দর্শক আগ্রহ ভালোই দেখছি। মুক্তিযুদ্ধের গল্পে কাজ করতে বেশ ভালো লাগে আমার। মনে হয় যেন কিছু একটা করেছি। নিজের ভেতরের অনুভূতি বলে প্রকাশ করতে পারব না।
* সিনেমা দুটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
আমি এ সিনেমা দুটিতে কাজ করে ভীষণ তৃপ্ত। সত্যিই দীর্ঘ একটা সময় ‘ওরা ৭ জন’ সিনেমার টিমের সবাইকে অনেক শ্রম দিতে হয়েছে। ‘রেডিও’র বেলায়ও তাই। অনেক কষ্ট করতে হয়েছে। সিনেমার চরিত্র নিজের ভেতর লালন করা কঠিন একটি বিষয় ছিল। দর্শকের কাছে ভালো লাগাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমি বলব, মুক্তিযুদ্ধের সিনেমা মানেই সেই গৎবাঁধা গল্প নয়, এখন আর সে সময় নেই। প্রচলিত ইমেজকে মাথায় না রেখে খোলা মনে আমরা যেমন বই পড়ি, তেমনি খোলা মনে সিনেমাও দেখা উচিত। তাহলেই এটি আমরা যথাযথভাবে উপভোগ করতে পারব।
* নির্দিষ্ট কোনো চরিত্র আছে কী যাতে অভিনয় করতে চান?
** আমার কাছে অভিনয়ই মুখ্য। নির্মাতা আমাকে যে চরিত্র দেবেন আমি মনোযোগ দিয়ে সেই চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ভৌতিক চরিত্রে, ভিলেনের চরিত্রে কিংবা রোমান্টিক ঘরানার বিচিত্র চরিত্রে আমি অভিনয় করেছি। সোজা কথা আমাকে যে চরিত্র দেওয়া হবে সে চরিত্রে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটা সত্যি, আমার পছন্দের কিছু চরিত্র আছে যেগুলোতে অভিনয় করতে চাই। বিশেষ করে প্রধানমন্ত্রীর চরিত্রে। আমি অবাক হই আমাদের প্রধানমন্ত্রী কতটা পরিশ্রম করেন। কতটা দায়িত্ব তার কাঁধে। এমন চরিত্র নিয়ে কাজ করতে ইচ্ছা হয়। তাছাড়া প্রতিবাদী চরিত্রে অভিনয় করতেও আমার ভিষণ ভালো লাগে।
* নতুন কোনো সিনেমায় কাজের খবর আছে কি?
** নতুন সিনেমার কথাবার্তা চলছে। আমি আগে থেকে কিছু বলতে চাই না। আমার কাছে গল্পই মূল বিষয়। গল্প ভালো লাগলে আর সব কিছু চূড়ান্ত হলে সবাইকে জানাব। নতুন একটি প্রজেক্ট হাতে আছে। এটি নিয়েও ব্যস্ততা রয়েছে। অসাধারণ একটি গল্পে কাজ করতে যাচ্ছি। ভ্যালেন্টাইন ডে ও ঈদুল ফিতরের কাজ নিয়েও প্রস্তুতি নিচ্ছি।
* আপনি কি মনে করেন টেলিভশনের আবেদন কমে গেছে?
** এমনটা আমি মনে করি না। নতুন বিভিন্ন প্রচারমাধ্যম আসছে এসব মাধ্যমকে সাদরে গ্রহণ করা উচিত। আমিও তাই করছি। কিন্তু টেলিভিশনের আবেদন কমেছে বলে আমার মনে হয় না। ওয়েবেও আমাদের দর্শক আছেন, তাদের কথা চিন্তা করেই কাজ করছি। কিন্তু কোনো অংশে টেলিভিশনকে বাদ দিয়ে নয়। দর্শকদের কাছে টেলিভিশন নাটকের চাহিদা কমে গেলে তো নির্মাতারা নাটক বানাত না। এ বিষয়টিও মাথায় রাখতে হবে।