জন্মদিনে বন্ধু ও শত্রুদের যে বার্তা দিলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১১:৫২:৫২ | অনলাইন সংস্করণ
হাজারও বদনাম থাকলেও জন্মদিনে অন্য এক কঙ্গনা রানাউতকে দেখা গেল। ৩৬ বছরে পা দিয়ে সবুজ সিল্কের শাড়ির সঙ্গে এক গা সোনার গহনা পরে দেখা দিলেন বিনয়ী ও নম্র কঙ্গনা। নিজের জন্মদিনে অনুশোচনায় নত হলেন তিনি।
জানালেন যাদের আঘাত করেছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে যারা তাকে ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী।
ফেসবুকে একটি ভিডিওতে কঙ্গনা বলেন, আজ আমার জন্মদিনে আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে প্রণাম, যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্গুরুজি, স্বামী বিবেকানন্দ, আমার সেসব প্রশংসাকারী, শুভাকাঙ্ক্ষী, যারা আমার সঙ্গে কাজ করেন, যাদের জন্য আমি এত সাফল্য পেয়েছি, তাদেরও ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী— সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
শুধু পরিজনরা নন, শত্রু’দের উদ্দেশেও সুর নরম করলেন অভিনেত্রী। বলেছেন, আমার যে শত্রুরা কখনো আমায় শান্তিতে থাকতে দেননি, আমায় লড়াই করতে শিখিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
অভিনেত্রী জানান, সহজ করেই ভাবেন তিনি। সবারই মঙ্গল চান, কারও ক্ষতি চান না। দেশহিতে যদি কারও প্রতি কখনো এমন কিছু কথা বলে থাকেন যাতে কেউ কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিলেন জন্মদিনে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছেন বলে জানান। সবার মঙ্গল প্রার্থনা করে ঈশ্বরকে স্মরণ করেন তিনি।
জন্মদিন পালন করতে বর্তমানে উদয়পুরে রয়েছেন কঙ্গনা। তার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ হয়েছে। ইতিহাস আশ্রিত এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জন্মদিনে বন্ধু ও শত্রুদের যে বার্তা দিলেন কঙ্গনা
হাজারও বদনাম থাকলেও জন্মদিনে অন্য এক কঙ্গনা রানাউতকে দেখা গেল। ৩৬ বছরে পা দিয়ে সবুজ সিল্কের শাড়ির সঙ্গে এক গা সোনার গহনা পরে দেখা দিলেন বিনয়ী ও নম্র কঙ্গনা। নিজের জন্মদিনে অনুশোচনায় নত হলেন তিনি।
জানালেন যাদের আঘাত করেছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে যারা তাকে ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী।
ফেসবুকে একটি ভিডিওতে কঙ্গনা বলেন, আজ আমার জন্মদিনে আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে প্রণাম, যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্গুরুজি, স্বামী বিবেকানন্দ, আমার সেসব প্রশংসাকারী, শুভাকাঙ্ক্ষী, যারা আমার সঙ্গে কাজ করেন, যাদের জন্য আমি এত সাফল্য পেয়েছি, তাদেরও ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী— সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
শুধু পরিজনরা নন, শত্রু’দের উদ্দেশেও সুর নরম করলেন অভিনেত্রী। বলেছেন, আমার যে শত্রুরা কখনো আমায় শান্তিতে থাকতে দেননি, আমায় লড়াই করতে শিখিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
অভিনেত্রী জানান, সহজ করেই ভাবেন তিনি। সবারই মঙ্গল চান, কারও ক্ষতি চান না। দেশহিতে যদি কারও প্রতি কখনো এমন কিছু কথা বলে থাকেন যাতে কেউ কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিলেন জন্মদিনে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছেন বলে জানান। সবার মঙ্গল প্রার্থনা করে ঈশ্বরকে স্মরণ করেন তিনি।
জন্মদিন পালন করতে বর্তমানে উদয়পুরে রয়েছেন কঙ্গনা। তার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ হয়েছে। ইতিহাস আশ্রিত এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।