গানেও হিট সালমান খান
jugantor
গানেও হিট সালমান খান

  বিনোদন ডেস্ক  

২৭ মার্চ ২০২৩, ২২:২০:০০  |  অনলাইন সংস্করণ

বলিউড সুপারস্টার সালমান খান মাঝে মধ্যে শখের বশে গানও করেন। অনেক আগেই সিনেমায় গান করেছেন তিনি।

সম্প্রতি আবারও তাকে নিজের সিনেমার একটি গানে দেখা গেছে। মুক্তি প্রতিক্ষীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় ‘জে রেহে দা হাম’ গানটি তারই কণ্ঠে ধারণ করা। এরইমধ্যে এটি প্রকাশও হয়েছে। প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় হৈ চৈ পড়ে যায়।

বর্তমানে গানটি ইউটিউবের ট্রেন্ডিং বেশ উপরের দিকেই অবস্থান করছে। আসছে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সালমান খান।

তার অভিনীত ‘ট্রাইগার থ্রি’ নামের সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। বর্তমানে এ সিনেমার কিছু অংশের শুটিং নিয়ে ব্যস্ত আছেন সালমান।

গানেও হিট সালমান খান

 বিনোদন ডেস্ক 
২৭ মার্চ ২০২৩, ১০:২০ পিএম  |  অনলাইন সংস্করণ

বলিউড সুপারস্টার সালমান খান মাঝে মধ্যে শখের বশে গানও করেন। অনেক আগেই সিনেমায় গান করেছেন তিনি। 

সম্প্রতি আবারও তাকে নিজের সিনেমার একটি গানে দেখা গেছে। মুক্তি প্রতিক্ষীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় ‘জে রেহে দা হাম’ গানটি তারই কণ্ঠে ধারণ করা। এরইমধ্যে এটি প্রকাশও হয়েছে। প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় হৈ চৈ পড়ে যায়।

বর্তমানে গানটি ইউটিউবের ট্রেন্ডিং বেশ উপরের দিকেই অবস্থান করছে। আসছে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সালমান খান। 

তার অভিনীত ‘ট্রাইগার থ্রি’ নামের সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। বর্তমানে এ সিনেমার কিছু অংশের শুটিং নিয়ে ব্যস্ত  আছেন সালমান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন