ডিবি কার্যালয়ে হিরো আলম
jugantor
ডিবি কার্যালয়ে হিরো আলম

  যুগান্তর প্রতিবেদন  

০১ এপ্রিল ২০২৩, ১৬:৫৮:৩৬  |  অনলাইন সংস্করণ

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

শনিবার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

বিষয়টি হিরো আলম নিজেই যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলম জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে এসেছেন। বিষয়টি ডিবিপ্রধান আন্তরিকতা ও গুরুত্বসহকারে দেখবেন বলে আশা প্রকাশ করেন এই ইউটিউবার।

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অঢেল সম্পদের মালিক। রয়েছে স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকে তারকা।

গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ডিবি কার্যালয়ে হিরো আলম

 যুগান্তর প্রতিবেদন 
০১ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন। 

শনিবার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

বিষয়টি হিরো আলম নিজেই যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলম জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে এসেছেন। বিষয়টি ডিবিপ্রধান আন্তরিকতা ও গুরুত্বসহকারে দেখবেন বলে আশা প্রকাশ করেন এই ইউটিউবার। 

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অঢেল সম্পদের মালিক। রয়েছে স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকে তারকা।

গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন