ডিবি কার্যালয়ে হিরো আলম
আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।
শনিবার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।
বিষয়টি হিরো আলম নিজেই যুগান্তরকে নিশ্চিত করেছেন।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলম জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে এসেছেন। বিষয়টি ডিবিপ্রধান আন্তরিকতা ও গুরুত্বসহকারে দেখবেন বলে আশা প্রকাশ করেন এই ইউটিউবার।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অঢেল সম্পদের মালিক। রয়েছে স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকে তারকা।
গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিবি কার্যালয়ে হিরো আলম
আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।
শনিবার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।
বিষয়টি হিরো আলম নিজেই যুগান্তরকে নিশ্চিত করেছেন।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলম জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে এসেছেন। বিষয়টি ডিবিপ্রধান আন্তরিকতা ও গুরুত্বসহকারে দেখবেন বলে আশা প্রকাশ করেন এই ইউটিউবার।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অঢেল সম্পদের মালিক। রয়েছে স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকে তারকা।
গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।