ট্রলের শিকার শুভশ্রী
ক্যারিয়ারের শুরুতে শুভশ্রী ছিলেন শ্যামবরণ। তবে এখন তিনি সাদা ধবধবে। এমনকি চেহেরায় এসেছে আমূল পরিবর্তন।
গুঞ্জন আছে— তিনি নাকি সার্জারি করিয়েছেন। যদিও টালিউড নায়িকা কখনো তা স্বীকার করেন না। তাতে কী? অনুরাগীরা নিশ্চিত যে, তিনি সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তন এনেছেন। সে জন্য তাকে বারংবার ট্রলের মুখে পড়তে হয়।
সেই ধারাবাহিকতায় ফের ট্রলের মুখে পড়লেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে নিয়মিত রিল ভিডিও প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন যে, প্রিয় বন্ধু ফোন না ধরলে ঠিক কী করা উচিত! তাতে অভিনয় করেছিলেন নায়িকা নিজেই।
সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন তারা। ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক।
তবে মুখে কোনোরকম মেকআপ করেননি তিনি। রূপটান ছাড়াই ক্যামেরার সামনে আসেন। এতদূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। তাল কাটে এর পর। নেটিজেনদের একাংশ তারা মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।
আবার অন্যজনের টিপ্পনি, আপনার স্কিন এত খারাপ হয়ে গেছে কেন? ডাক লিপ করতে গিয়ে ঠোঁটের নিচে দাগ করে ফেলেছে। যেই করুক, তিনি ভালো সার্জন নন।
আরেকজনের কথায় আবার খানিক আফসোসের সুর। তিনি লিখেছেন, পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।
তবে মেকআপ ছাড়া জনসমক্ষে আসায় অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। অনেকেই তার প্রশংসা করেছেন। ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও ভাবিত নন তিনি। আগে এসব খারাপ লাগলেও, এখন লাগে না।
সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সে জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রলের শিকার শুভশ্রী
ক্যারিয়ারের শুরুতে শুভশ্রী ছিলেন শ্যামবরণ। তবে এখন তিনি সাদা ধবধবে। এমনকি চেহেরায় এসেছে আমূল পরিবর্তন।
গুঞ্জন আছে— তিনি নাকি সার্জারি করিয়েছেন। যদিও টালিউড নায়িকা কখনো তা স্বীকার করেন না। তাতে কী? অনুরাগীরা নিশ্চিত যে, তিনি সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তন এনেছেন। সে জন্য তাকে বারংবার ট্রলের মুখে পড়তে হয়।
সেই ধারাবাহিকতায় ফের ট্রলের মুখে পড়লেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে নিয়মিত রিল ভিডিও প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন যে, প্রিয় বন্ধু ফোন না ধরলে ঠিক কী করা উচিত! তাতে অভিনয় করেছিলেন নায়িকা নিজেই।
সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন তারা। ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক।
তবে মুখে কোনোরকম মেকআপ করেননি তিনি। রূপটান ছাড়াই ক্যামেরার সামনে আসেন। এতদূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। তাল কাটে এর পর। নেটিজেনদের একাংশ তারা মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।
আবার অন্যজনের টিপ্পনি, আপনার স্কিন এত খারাপ হয়ে গেছে কেন? ডাক লিপ করতে গিয়ে ঠোঁটের নিচে দাগ করে ফেলেছে। যেই করুক, তিনি ভালো সার্জন নন।
আরেকজনের কথায় আবার খানিক আফসোসের সুর। তিনি লিখেছেন, পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।
তবে মেকআপ ছাড়া জনসমক্ষে আসায় অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। অনেকেই তার প্রশংসা করেছেন। ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও ভাবিত নন তিনি। আগে এসব খারাপ লাগলেও, এখন লাগে না।
সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সে জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।