এবার সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ খবরে মুখ খুললেন মিথিলা
টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে শুরু নানা গুঞ্জন অনুরাগীদের মধ্যে।
তবে সে প্রতিবেদনে সেই পরিচালক ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বোঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের।
শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’
২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।
এবার সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ খবরে মুখ খুললেন মিথিলা
বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৩, ১০:৩৫:১৭ | অনলাইন সংস্করণ
টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে শুরু নানা গুঞ্জন অনুরাগীদের মধ্যে।
তবে সে প্রতিবেদনে সেই পরিচালক ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বোঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের।
শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’
২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023