শাকিবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প শোনালেন বুবলী
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী প্রেম করে বিয়ে করেছেন সুপারস্টার শাকিব খানকে। যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছিলেন তারা। তাদের পুত্রসন্তানও রয়েছে। তবে সম্প্রতি দুজনের সম্পর্কে চরম তিক্ততার সৃষ্টি হয়েছে।
অপু বিশ্বাস ও শাকিবের খানের বিচ্ছেদের পর বুবলীর প্রেমে শাকিব কীভাবে জড়ালেন সেটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। শাকিব-বুবলীর প্রেম ও বিয়ে কীভাবে হয়েছিল সম্প্রতি একটি গণমাধ্যমে সেই গল্পই ভাগ করে নিয়েছেন ঢালিউড কুইন।
বুবলী বলেন, আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিলেন। তার পর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। আমার জন্য তার ভাবনা, দায়িত্ববোধ দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি। সেই থেকে প্রেম শুরু আমাদের।
শাকিবের সঙ্গে বেশ কিছু দিন প্রেম পর্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা। অথচ একটা সময় প্রেমের ঘোরতরবিরোধী ছিলেন বুবলী। ছোটবেলায় খুবই ঘেরাটোপের মধ্যে মানুষ হয়েছিলেন।
তিনি বলেন, প্রেম তো দূরের কথা, ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন। এ জন্য আমার দিকে তেমন ছেলেরা তাকাত না। তবে চোখাচুখি হলেও কথা বলার সুযোগ থাকত না।
বুবলীকে বিয়ের আগে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব। অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন নায়ক। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েও গোপনে রেখেছিলেন। পরে ২০২২ সালে ছেলে বীরের জন্মের পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক।
শাকিবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প শোনালেন বুবলী
বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৩, ১২:৪২:২৮ | অনলাইন সংস্করণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী প্রেম করে বিয়ে করেছেন সুপারস্টার শাকিব খানকে। যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছিলেন তারা। তাদের পুত্রসন্তানও রয়েছে। তবে সম্প্রতি দুজনের সম্পর্কে চরম তিক্ততার সৃষ্টি হয়েছে।
অপু বিশ্বাস ও শাকিবের খানের বিচ্ছেদের পর বুবলীর প্রেমে শাকিব কীভাবে জড়ালেন সেটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। শাকিব-বুবলীর প্রেম ও বিয়ে কীভাবে হয়েছিল সম্প্রতি একটি গণমাধ্যমে সেই গল্পই ভাগ করে নিয়েছেন ঢালিউড কুইন।
বুবলী বলেন, আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিলেন। তার পর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। আমার জন্য তার ভাবনা, দায়িত্ববোধ দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি। সেই থেকে প্রেম শুরু আমাদের।
শাকিবের সঙ্গে বেশ কিছু দিন প্রেম পর্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা। অথচ একটা সময় প্রেমের ঘোরতরবিরোধী ছিলেন বুবলী। ছোটবেলায় খুবই ঘেরাটোপের মধ্যে মানুষ হয়েছিলেন।
তিনি বলেন, প্রেম তো দূরের কথা, ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন। এ জন্য আমার দিকে তেমন ছেলেরা তাকাত না। তবে চোখাচুখি হলেও কথা বলার সুযোগ থাকত না।
বুবলীকে বিয়ের আগে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব। অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন নায়ক। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েও গোপনে রেখেছিলেন। পরে ২০২২ সালে ছেলে বীরের জন্মের পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023