আ.লীগ ডাকলে যেতে পারি: বর্ষা

 বিনোদন ডেস্ক 
২৮ মে ২০২৩, ০৩:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ

টালিউড-বলিউডের মতো ঢালিউড তারকারাও রাজনীতিতে ভিড়ছেন। অনেকেই নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন নিয়মিত। সম্প্রতি দেশের অনেক তারকাকে দেখা গেছে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারে। 

চিত্রনায়িকা বর্ষাও তাদের দেখে অনুপ্রাণিত। আগামীতে আওয়ামী লীগ থেকে নির্বাচনি প্রচারে ডাকলে যেতে পারেন বলে জানিয়েছেন আফিয়া নুসরাত বর্ষা। 

নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন অনেক তারকা। এ প্রসঙ্গে বর্ষার ভাষ্য— বর্তমানে আমাদের দেশে দুটা দল। আওয়ামী লীগ ও বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচার করতে হবে, আপনাকে আসতে হবে। সো তখন একজন সেলিব্রিটি হিসেবে আমি যেতেই পারি। 

তিনি বলেন, এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত। আমার যদি এমন মনেই হয় যে, আমি গেলে অনেক ধরনের কথা হবে। তা হলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।

সর্বশেষ গত ঈদুল ফিতরে অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। চলতি বছরই মুক্তি পাবে তাদের ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমাটি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন