আলোচিত বলিউড অভিনেতার সঙ্গে আবুধাবিতে দেখা মিলল জয়ার

 বিনোদন ডেস্ক 
২৮ মে ২০২৩, ০৩:৫১ পিএম  |  অনলাইন সংস্করণ

 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসছে ২২তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার আসর। দুদিনের আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশটিতে হঠাৎই হাজির হলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। 

তার সঙ্গে দেখা মিলেছে হালের আলোচিত বলিউড অভিনেতা বিজয় ভার্মার। গত বছর নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘ডারলিংস’-এ আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বিজয়। চলতি মাসে সোনাক্ষী সিনহার সঙ্গে ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ ক্রমিক খুনির চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এই তরুণ অভিনেতা।

শনিবার রাতে নিজের ফেসবুকে জয়া আহসান হঠাৎই বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে আবুধাবিতে আইফার আয়োজনে হাজির হয়েছেন তিনি।

আইফার আয়োজনে উপস্থিতির ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন জয়ার ভক্ত-অনুসারীরা। অনেক ভক্তই তাকে শুভকামনা জানিয়েছেন।

পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে জয়া আহসানকে। এই বাঙালি নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন জয়া। অনিরুদ্ধর নতুন ছবির নাম ‘কড়ক সিং’। সিনেমায় তার সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘি প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন