বিয়ে নিয়ে আশিষকে কটাক্ষ, কড়া জবাব দিলেন শ্রাবন্তী
দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে সংসার পেতেছেন নতুনভাবে বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তার পর থেকেই দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।
তার বয়স ৫৭ বছর। এই বয়সে নতুনভাবে কিছু শুরু করার কথা হয়তো অনেকে ভাবতেই পারেন না। সেখানে নতুন করে জীবনকে সাজানোর ভাবনা ভেবেছেন ।
তেমনিভাবে একাধিক বিয়ে ও ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার দর্শকের কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাই আশিষের এই পরিস্থিতিতে মুখ খুলেছেন শ্রাবন্তী?
কেউ যদি একাধিক বিয়ে করে, নতুন করে জীবন শুরু করতে চান, সেই ভাবনা কী অন্যায়; ঠিক এমনই এক প্রশ্ন ছিল শ্রাবন্তীর কাছে।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।’
নায়িকা আরও বলেন, ‘তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তা হলে অন্যজনের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, ৫৭ বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’
বিয়ে নিয়ে আশিষকে কটাক্ষ, কড়া জবাব দিলেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
২৯ মে ২০২৩, ১০:৩৬:১৭ | অনলাইন সংস্করণ
দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে সংসার পেতেছেন নতুনভাবে বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তার পর থেকেই দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।
তার বয়স ৫৭ বছর। এই বয়সে নতুনভাবে কিছু শুরু করার কথা হয়তো অনেকে ভাবতেই পারেন না। সেখানে নতুন করে জীবনকে সাজানোর ভাবনা ভেবেছেন ।
তেমনিভাবে একাধিক বিয়ে ও ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার দর্শকের কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাই আশিষের এই পরিস্থিতিতে মুখ খুলেছেন শ্রাবন্তী?
কেউ যদি একাধিক বিয়ে করে, নতুন করে জীবন শুরু করতে চান, সেই ভাবনা কী অন্যায়; ঠিক এমনই এক প্রশ্ন ছিল শ্রাবন্তীর কাছে।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।’
নায়িকা আরও বলেন, ‘তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তা হলে অন্যজনের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, ৫৭ বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023