‘টিপ টিপ’ গানের অভিনয়ে যেসব শর্ত দেন রাভিনা 

 বিনোদন ডেস্ক 
০২ জুন ২০২৩, ০৩:১৯ পিএম  |  অনলাইন সংস্করণ

দুই যুগের বেশি সময় পার হলেও এখনো দর্শক হৃদয়ে ঝড় তোলে বলিউডের আইকনিক ‘টিপ টিপ বরষা পানি’ গান। হলুদ রঙের পাতলা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে অক্ষয় কুমারের সঙ্গে রাভিনা ট্যান্ডনের রোমান্স, তার সেই আবেদনময়ী শরীরী ভঙ্গি দেখে পর্দা থেকে চোখ সরাতে পারেননি দর্শকরা। 

সম্প্রতি সেই গানটি নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী রাভিনা। এই অভিনেত্রী জানান, গানের শুটিংয়ের সময় গানটি কতটা আবেদনময়ী হবে তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন।

তিনি বলেন, গানটি বেশ সংবেদনশীল ছিল। তবে এতে প্রকাশ্য যৌনতার কিছুই ছিল না। 

রাভিনা জানান, ‘টিপ টিপ বরষা পানি’ গানের শুটিংয়ের সময় নির্মাতাদের একাধিক শর্ত চাপিয়েছিলেন তিনি। তার কথায়— ‘বেশ কিছু বিষয়ে আমি আমার মতামত স্পষ্ট করেছিলাম। বলেছিলাম— কোনোভাবেই যেন শাড়ি না খোলে, চুমুও খাওয়া যাবে না। এ ছাড়া এটা হবে না, ওটা হবে না বলে অনেক শর্ত চাপিয়েছিলাম। সুতরাং এই গানটিতে টিক চিহ্নের পরিবর্তে ক্রস চিহ্নই বেশি ছিল। 

প্রসঙ্গত, ‘মোহরা’ ছবিতে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ছাড়াও ছিলেন সুনিল শেঠি ও নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতারা। ছবিটি বক্স অফিস হিট হওয়ার পাশাপাশি সিনেমার ‘টিপ টিপ’ ও ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’ গান দুটিও ভীষণভাবে জনপ্রিয় হয়। ২০২০ সালে রোহিত শেঠি তার ‘সূর্যবংশী’ সিনেমাতে ‘টিপ টিপ’ গানটি রিক্রিয়েট করে। এতে অক্ষয়ের সঙ্গে পর্দায় নাচেন ক্যাটরিনা কাইফ। 


 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন