দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কোল্লাম

 বিনোদন ডেস্ক 
০৫ জুন ২০২৩, ০৬:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধি। সোমবার ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভোর সাড়ে চারটায় গাড়ি দুর্ঘটনা হয়। গাড়িতে তখন তার সঙ্গে আরও তিনজন ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোল্লাম সুধী মারা যান এবং আরও তিনজন শিল্পী আহত হন। যে গাড়িতে ভ্রমণ করছিলেন সোমবার আচমকাই ভোর সাড়ে ৪টা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ি।

মালায়ালাম সিনেমা জগতে কোল্লাম বেশ পরিচিত মুখ ছিলেন। এ ছাড়া বেশ কিছু টেলিভিশন শো‘তে অভিনয় করেছিলেন তিনি। মূলত কমেডি চরিত্রের মাধ্যমেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন