নেহার ‘সুখের সংসারে’ হঠাৎ ছন্দপতন
বলিউড গায়িকা নেহা কাক্কার সুখের সংসারে হঠাৎ ছন্দপতন। তিন বছর আগে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তার বিয়ের খবরে ভক্তরা উচ্ছ্বসিত ছিল। এই তারকা দম্পতির সাম্প্রতিক অবস্থা দেখে তারা মন্তব্য করেছেন- সামথিং ইজ রং!
আগের প্রেম-বিচ্ছেদের ধাক্কা সামলে রোহানের সঙ্গে বেশ সুখেই চলছিল নেহার জীবন। চণ্ডীগড়ে নেহা ও রোহানের প্রথম দেখা হয়। সেই সাক্ষাতে প্রেম। এর কয়েক মাস পরই ২০২০ সালের অক্টোবরে ৮ বছরের ছোট রোহানকে বিয়ে করেন গায়িকা।
গত ৬ জুন ছিল নেহা কাক্কারের ৩৫তম জন্মদিন। রাত ১২টায় প্রথম প্রহরে বাবা-মাকে নিয়ে উদযাপন শুরু করেন গায়িকা। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন- ‘এভাবেই আমার জন্মদিন শুরু হলো’।
এরপর বার্থডে পার্টির আরও কিছু ছবি অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন নেহা। সেই পার্টিতে তার পরিবার ও বন্ধুদের দেখা গেছে। কিন্তু অনুপস্থিত স্বামী রোহান! বিষয়টা এড়ায়নি ভক্তদের চোখ।
মুহূর্তেই প্রশ্নের বর্ষণ শুরু হয়। কেউ মন্তব্য করেন- ‘জন্মদিন তো ঠিক আছে, কিন্তু আপনার জীবনসঙ্গী রোহান এই দিনে পাশে নেই’। কেউ জানতে চেয়েছেন- ‘ছবিতে আপনার স্বামী রোহান কোথায়?’। আবার কারও মন্তব্য এমন- ‘রোহানের খেল খতম!’
জন্মদিনে নেহা-রোহানকে একসঙ্গে দেখা যায়নি বলেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন বিশেষ দিনে জীবনসঙ্গীর পাশে না থাকা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেবে। শুধু পার্টি নয়, স্ত্রীর জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাটুকুও জানাননি রোহান। তাই কানাঘুষা চলছে, নেহা-রোহানের দাম্পত্য গীতে বিচ্ছেদের সুর বাজছে! এ নিয়ে অবশ্য নেহা বা রোহান এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।
নেহা কাক্কার আইটেম ও ড্যান্স ঘরানার গানের জন্য জনপ্রিয়। তার কণ্ঠে ‘কালা চশমা’, ‘সাকি সাকি’, ‘দিলবার’সহ বেশ কিছু গান হিট হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে
নেহার ‘সুখের সংসারে’ হঠাৎ ছন্দপতন
যুগান্তর প্রতিবেদন
০৯ জুন ২০২৩, ১৯:৩৫:৫৬ | অনলাইন সংস্করণ
বলিউড গায়িকা নেহা কাক্কার সুখের সংসারে হঠাৎ ছন্দপতন। তিন বছর আগে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তার বিয়ের খবরে ভক্তরা উচ্ছ্বসিত ছিল। এই তারকা দম্পতির সাম্প্রতিক অবস্থা দেখে তারা মন্তব্য করেছেন- সামথিং ইজ রং!
আগের প্রেম-বিচ্ছেদের ধাক্কা সামলে রোহানের সঙ্গে বেশ সুখেই চলছিল নেহার জীবন। চণ্ডীগড়ে নেহা ও রোহানের প্রথম দেখা হয়। সেই সাক্ষাতে প্রেম। এর কয়েক মাস পরই ২০২০ সালের অক্টোবরে ৮ বছরের ছোট রোহানকে বিয়ে করেন গায়িকা।
গত ৬ জুন ছিল নেহা কাক্কারের ৩৫তম জন্মদিন। রাত ১২টায় প্রথম প্রহরে বাবা-মাকে নিয়ে উদযাপন শুরু করেন গায়িকা। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন- ‘এভাবেই আমার জন্মদিন শুরু হলো’।
এরপর বার্থডে পার্টির আরও কিছু ছবি অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন নেহা। সেই পার্টিতে তার পরিবার ও বন্ধুদের দেখা গেছে। কিন্তু অনুপস্থিত স্বামী রোহান! বিষয়টা এড়ায়নি ভক্তদের চোখ।
মুহূর্তেই প্রশ্নের বর্ষণ শুরু হয়। কেউ মন্তব্য করেন- ‘জন্মদিন তো ঠিক আছে, কিন্তু আপনার জীবনসঙ্গী রোহান এই দিনে পাশে নেই’। কেউ জানতে চেয়েছেন- ‘ছবিতে আপনার স্বামী রোহান কোথায়?’। আবার কারও মন্তব্য এমন- ‘রোহানের খেল খতম!’
জন্মদিনে নেহা-রোহানকে একসঙ্গে দেখা যায়নি বলেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন বিশেষ দিনে জীবনসঙ্গীর পাশে না থাকা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেবে। শুধু পার্টি নয়, স্ত্রীর জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাটুকুও জানাননি রোহান। তাই কানাঘুষা চলছে, নেহা-রোহানের দাম্পত্য গীতে বিচ্ছেদের সুর বাজছে! এ নিয়ে অবশ্য নেহা বা রোহান এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।
নেহা কাক্কার আইটেম ও ড্যান্স ঘরানার গানের জন্য জনপ্রিয়। তার কণ্ঠে ‘কালা চশমা’, ‘সাকি সাকি’, ‘দিলবার’সহ বেশ কিছু গান হিট হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023