স্ত্রীর সাবেক প্রেমিককে ‘নির্ভরযোগ্য’ বললেন ভিকি

 বিনোদন ডেস্ক 
০৯ জুন ২০২৩, ১০:২৮ পিএম  |  অনলাইন সংস্করণ

স্ত্রী ক্যাটরিনা কাইফের সাবেক প্রেমিক রণবীর কাপুর। নিজের প্রিয় অভিনেতাদের তালিকায় রণবীরকে রেখেছেন বলিউড তারকা ভিকি কৌশল। রণবীর সম্পর্কে ভিকি বলেন, আমার প্রিয় অভিনেতাদের একজন রণবীর। তার সবচেয়ে অনন্য গুণ হচ্ছে ব্যক্তি ও অভিনেতা হিসেবে ‘অবিশ্বাস্যরকম নির্ভরযোগ্য’ তিনি।

২০১৮ সালের সিনেমা ‘সাঞ্জু’ ও ২০২২ সালের ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় রণবীরের সঙ্গে কাজ করেছেন ভিকি। তার আগে রণবীর ও ক্যাটরিনার প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কে বিচ্ছেদের পর ২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। অন্যদিকে রণবীরও গত বছর বিয়ে করেন আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে।

সম্প্রতি সিনেমা ‘জারা হাটকে, জারা বাঁচকে’র প্রচারে গিয়ে ভিকি সহ-অভিনেতা রণবীরের ‘হাটকে’ ও ‘বাঁচকে’ গুণাবলী প্রকাশ করেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। 

ভিকি কৌশল অভিনীত এ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন সারা আলী খান। লক্ষ্মণ উতেকর পরিচালিত এ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

রণবীর সম্পর্কে ভিকি বলেন, কোনো সিনেমার চরিত্রের জন্য প্রস্তুত হতে যে চেষ্টা তিনি করেছেন বা যতটুকু পড়াশুনা করেছেন, তা কখনই তিনি সেটে প্রকাশ করেন না। এমনকি কারও কাছে জাহিরও করেন না, একজন অভিনেতা হিসেবে কতটা পরিশ্রম করছেন তিনি।

রণবীরের চরিত্রের একটি হাস্যকর দিক তুলে ধরে ভিকি বলেন, রণবীর প্রায়ই আপনার সঙ্গে একটি তথ্য শেয়ার করে বলেন- ‘আমি কেবল এটি আপনাকেই বলছি, দয়া করে কাউকে বলবেন না।’

তারপর আপনি চিন্তায় পড়ে যাবেন, কোনোভাবে এ তথ্যটি কেউ জানলে আপনাকেই দোষ দেওয়া হবে। পরে আপনি নিজেই বুঝবেন, তিনি একই কথা অনেককে বলে তা কাউকে জানাতে নিষেধ করেছেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন