বিশ্বজয়ী হাফেজদের নিয়ে আরটিভিতে ‘বিশ্বজয়ী তারকা’

 যুগান্তর ডেস্ক 
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় পুরস্কার প্রাপ্ত ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা’র পরিচালনা ও উপস্থাপনায় আরটিভিতে শুরু হল সাপ্তাহিক অনুষ্ঠান বিশ্বজয়ী তারকা। 

এটি সম্প্রচারিত হচ্ছে প্রতি বুধবার বিকাল ৫.৩০মিনিটে। এ অনুষ্ঠানে বিশ্বজয়ী শতাধিক হাফেজ ও আলেম অংশ নেবে।  তারা তাদের জীবন গল্প, মন জুড়ানো তেলাওয়াত ও হামদ শোনাবেন।

মাসুম বিল্লাহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এ পর্যন্ত প্রায় আড়াই হাজার অনুষ্ঠান করেছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লিখেন।  

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন