কপিরাইট আইনে মামলা করলেন কণ্ঠশিল্পী শাফিন
আদালত প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আসামিরা হলেন কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবী।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি এ মামলা করেন। আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন কপিরাইট আইনে মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন।
কপিরাইট আইনে মামলা করলেন কণ্ঠশিল্পী শাফিন
আদালত প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪:০৯ | অনলাইন সংস্করণ
অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আসামিরা হলেন কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবী।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি এ মামলা করেন। আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন কপিরাইট আইনে মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023