Logo
Logo
×

বিনোদন

ক্যাটরিনাকে বুলেট মনে হয় ভিকির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

ক্যাটরিনাকে বুলেট মনে হয় ভিকির

বলিউড কুইন ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘর বাঁধেন সেই সময়ের নবাগত ভিকি কৌশল।

২০২১ সালের ৯ ডিসেম্বর তাদের বিয়ের খবর পাওয়া যায়। রাজস্থানে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর দুই তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের খবর জানান।

এক সময় তাদের জুটিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারা।

বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। বিয়ের পরে বিভিন্ন সাক্ষাৎকারে দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা। খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, ক্যাটরিনা নাকি বড্ড খুঁতখুঁতে। শুধু তাই নয় ভীষণ নির্মম। কোনো রাখঢাক না রেখেই বলে ফেলেন সব কিছু। ভিকির সমালোচনা করতে নাকি তার স্ত্রীর জুড়ি মেলা ভার। এই অভিনেতা বলেন, ‘আসলে আমাকে যেমন কাজে সাহায্য করে ক্যাট, তেমনই কিছু ভুল হলেই এমন সমালোচনা করবে যে, তাতে কোনো আগল থাকে না। বড্ড চাঁচাছোলা হয়। এ বিষয়ে সে বেশ নির্মম। রেখেঢেকে কিছুই বলে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম