সন্তানের খবর দিলেন নায়িকা, বাবা নিয়ে প্রশ্ন!

 বিনোদন ডেস্ক 
২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম  |  অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় টালিউডের জনপ্রিয় নায়িকা ঋতাভরী চক্রবর্তী। এবার এক ভিন্ন সংবাদ জানিয়ে প্রায় সাড়ে তিন মিলিয়ন অনুরাগীকে চমকে দিলেন তিনি! 

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে ঋতাভরী লেখেন, ‘আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা একান্ত কাম্য।’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছে। অনেকেই ‘স্বামী’ শব্দটি দেখে বিভ্রান্ত। কখন কাকে বিয়ে করলেন ঋতাভরী?

বেশ কিছু সময় ধরেই বিয়ের কথা চলছিল ঋতাভরী চক্রবর্তী আর তথাগত চট্টোপাধ্যায়ের। সেই সম্পর্ক আদৌ আছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদি তথাগতর সঙ্গে প্রেম না থাকে, তা হলে এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়িকা? তাকে কি বিয়েও করে ফেলেছেন নাকি? এমন প্রশ্ন ঘুরেফিরে আসছে সোশ্যাল মিডিয়ায়৷ 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন